কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ মার্চ ২০২১

693
0
Current Affairs 1st July

আন্তর্জাতিক 
  • শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন পালিত হল বাংলাদেশে। জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে এই দিনে ভাষণ দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বগুড়ার শেরপুরে ১০০ বিঘা জমিতে দু’রঙের ধানের চারা পুঁতে ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। কেরানিগঞ্জের কারাগারের মাঠে বন্দিরাও ৭১৪টি কম্বল বিছিয়ে ফুটিয়ে তুললেন শেখ মুজিবের ছবি।
  • বর্ণবিদ্বেষমূলক হিংসার আরও একটি নির্মম ঘটনার সাক্ষী থাকল মার্কিন যুক্তরাষ্ট্র। অ্যাটলান্টার ইয়ং এশিয়ান স্মার্ট গোল্ড স্পা বিউটি সালোঁ এবং অ্যারোমা থেরাপি স্পাতে হামলা চালিয়ে দুষ্কৃতী হত্যা করল ৮ জনকে। তারমধ্যে ৬ জনই এশীয় বংশোদ্ভূত মহিলা। এই ঘটনায় ২১ বছর বয়সি রবার্ট অ্যারন লংকে গ্রেপ্তার করল পুলিশ।

 

জাতীয়
  • নয়াদিল্লির সরকারি আবাসন থেকে উদ্ধার হল বিজেপি সাংসদ রামস্বরূপ শর্মার (৬২) প্রাণহীন দেহ। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন থেকে তিনি পর-পর দু’বার জয় লাভ করেছিলেন।
  • দেশে পুনরায় করোনা সংক্রমণ রুখতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও মাধ্যমে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশের মতো রাজ্যে প্রতিষেধকের অন্তত ১০ শতাংশ নষ্ট হয়েছে বলে অভিযোগ করলেন তিনি। এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ২৮,৯০৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এরমধ্যে কেবল মহারাষ্ট্রেই ২৩,১৭৯ জন সংক্রমিত হয়েছেন।
বিবিধ
  • পরপর দুদিন ধর্মঘটে শামিল হয়েছিলেন দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির কর্মীরা। কেন্দ্রীয় সরকারের বেসরকারীকরণ নীতির প্রতিবাদে ধর্মঘট করেছিলেন তাঁরা। এদিন একই দাবিতে ধর্মঘট করলেন দেশের ৪টি রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা সংস্থার কর্মীরা।
খেলা
  • লক্ষ্ণৌয়ে মেয়েদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতকে ৫ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা। ৫ ম্যাচের সিরিজে ১-৪ ব্যবধানে হার মানল ভারত।
  • রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ইন্ডিয়া লেজেন্ডস ১২ রানে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসকে। শচীন তেন্ডুলকর ৪২ বলে ৬৫ এবং ব্রায়ান লারা ২৮ বলে ৪৬ রান করলেন।
  • পাতিয়ালায় অনুষ্ঠিত ফেডারেশন কাপ অ্যাথলেটিক্সে ৮ মিনিট ২০.২০ সেকেন্ডে ৩০০০ মিটার স্টেপলচেঞ্জে নতুন জাতীয় রেকর্ড গড়লেন অবিনাশ সাবলে।