কারেন্ট অ্যাফেয়ার্স ৪ এপ্রিল ২০২১

927
0
current affairs
Courtesy: Firstsportz

আন্তর্জাতিক
  • জর্ডনে অভ্যুত্থানের মাধ্যমে রাজাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানাল সেখানকার প্রশাসন। এই চক্রান্তের মাথা হিসাবে গৃহবন্দি করা হল সেখানকার প্রাক্তন যুবরাজ হামজা বিন হুসেনকে।
  • ফ্রান্সে ডাকাতি হল খোদ প্রাক্তন মন্ত্রী তথা আডিডাস সংস্থার প্রাক্তন মালিকের গৃহে। প্যারিসের উপকণ্ঠে বাড়ি আডিডাসের প্রাক্তন মালিক বের্নার তাপির।
  • বিক্ষোভ আন্দোলন প্রতিবাদ কর্মসূচি নিয়ন্ত্রণে ব্রিটিশ পুলিশের হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়ার জন্য সংসদে যে বিল আনা হয়েছে তা বাতিলের দাবিতে `কিল দ্য বিল’ স্লোগান তুলে লন্ডনে পথে নেমেই বিক্ষোভ দেখালেন কয়েক হাজার মানুষ।

 

জাতীয়
  • ছত্তিশগডের জাগারগুন্ডা-জোঙ্গাগুড়া-তারেম অরণ্যে মাওবাদীদের সশস্ত্র আক্রমণে সিআরপির ২২ জন জওয়ান নিহত হলেন। জখম হয়েছেন ৩০ জন। জওয়ানদের তল্লাশি চালানোর সময় প্রায় ৪০০ জন মাওবাদী লাইট মেশিনগান, গ্রেনেড, রকেট নিয়ে হামলা চালায়। মাওবাদীদের একজনের দেহ উদ্ধার হয়েছে। তাদের তরফে ক্ষয়ক্ষতির পরিমাণ জনা যায়নি।
  • দেশে করোনা ভাইরাসের সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ৬,৯১,৫৯৭। গত ২৭ ফেব্রুয়ারি তা ছিল ১,৫৯,৫৯০। বস্তুত গত ২৫ দিন ধরই সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। সাত মাসের রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় ৯৩,২৪৮ জন সংক্রমিত হলেন করেনায়।
  • বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২০১০ সাল থেকে কয়লা ও গরু পাচার কাণ্ডে একাই ১০০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই মামলায় এই প্রথম রাজ্য পুলিশের কোনও অফিসারকে গ্রেপ্তার করা হল।

বিবিধ
  • অভিনেত্রী শসীকলা (৮৮) প্রয়াত হলেন। পুরো নাম শশীকলা ওমপ্রকাশ সাগল। `ওমরাহ’, `সুজাতা’, `কভি খুশি কভি গম’ প্রভৃতি শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০০৭ সালে পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন তিনি।
  • সদ্য সমাপ্ত ২০২০-২১ অর্থবর্ষ শেয়ারবাজারের বেনজির উত্থানের সাক্ষী থেকেছে। এই সময় শেয়ার সূচক সেনসেক্স ২৯৪৬৮ থেকে ৪৯৫০৯ অঙ্কে এবং নিফটি ৮৫৯৮ থেকে ১৪৬৯১ অঙ্কে ছুঁয়েছে। বৃদ্ধির হার যথাক্রমে ৬৮.০১ এবং ৭০.৮৬ শতাংশ। এই এক বছর পেট্রোলের দাম প্রতি লিটারে ৭২.২৭ টাকা থেকে বৃদ্ধি হল ৯০.৭৭ টাকায়। বৃদ্ধির হার যথাক্রমে ২৫.৫৭ এবং ২৯.৬৪ শতাংশ।

 

খেলা
  • মেয়েদের একদিনের ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল রেলওয়েজ। এই নিয়ে তারা ১২ বার ট্রফি জিতল। মিতালি রাজের নেতৃত্বে রেল ফাইনালে ৭ উইকেটে হারিয়ে দিল ঝাড়খণ্ডকে। প্রসঙ্গত, জাতীয় দলের ৮ সদস্য রেল দলে খেলেন।
  • ঢাকায় দৃষ্টিহীনদের ত্রিদেশীয় ক্রিকেটের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হল পাকিস্তান।
  • টানা ২২টি একদিনের আন্তর্জ্যতিক ম্যাচ জিতে নতুন নজির গড়লেন অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের সদস্যরা। এদিন ৬ উইকেটে নিউজিল্যান্ডকে হারানোর পাশাপাশি ২০০৩ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়ার পুরুষ দলের ২১ ম্যাচ জেতার রেকর্ড তাঁরা ভেঙে দিলেন।
  • দুবাই আন্তর্জাতিক প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ৫টি সোনা, ৬টি রুপো, ১০টি ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের প্রতিযোগীরা। প্রমোদ ভরত একাই পেলেন ২টো সোনা সহ ৩টি পদক।

  ৩ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন