কারেন্ট অ্যাফেয়ার্স ৪ অক্টোবর ২০২১

626
0
daily current affairs
Courtesy: India Today

আন্তর্জাতিক
  • এ বছর চিকিতসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছেন দুজন মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস ও আর্ডেম পাটাপুটিয়ান। তাঁরা থাক্রমে ক্যালিফের্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটের গবেষক। পরিবেশের বিভিন্ন পরিস্থিতি স্নায়ুর সাহায্যে কীভাবে মস্কিষ্কে গিয়ে অনুভূতি সৃষ্টি করে তা নিয়েই তাঁরা যুগান্তকারী আবিষ্কার করেছেন বলে জানাল নোবেল কমিটি।
  • উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শান্তি স্থাপনের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে `হটলাইন’ যোগাযোগ চালু হল।
  • কাবুলে আইএস জঙ্গিদের একটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে জানাল তালিবান।

 

জাতীয়
  • উত্তরপ্রদেশের লখিমপুরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ৪ জন কৃষকসহ ৯ জনের মৃত্যুর ঘটনায় অবশেষে  নড়ে চড়ে বসল প্রশাসন। কৃষকদের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে লাগাতার ধর্নায় বসেছিলেন কৃষকরা। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে মামলা করল পুলিশ।
  • কলম্বো সফরে গিয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে বৈঠক করলেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

 

বিবিধ
  • ড্রোন ব্যবহার করে করোনার টিকা পাঠানো হল মণিপুরের বিষ্ণুপুর জেলা হাসপাতাল থেকে ১৫ কিমি দূরের লোকটাক হ্রদ সংলগ্ন এলাকায়। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য, এখনও পর্যন্ত দেশে ৯১ কোটি ২২ লক্ষের বেশি মানুষ প্রতিষেধক পেয়েছেন। ২১,৮৮,১৩,৬৬২ জন দুটি ডোজই পেয়েছেন।
  • প্যান্ডোরা পেপার্স নিয়ে তদন্ত করা হবে বলে জানাল কেন্দ্রীয় সরকার। এই ফাইলে বেশ কয়েকজন ভারতীয় নাগরিকের গোপন আর্থিক লেনদেন ও সম্পত্তি নিয়ে তথ্য রয়েছে। সেই তালিকায় রয়েছে অঞ্জলি তেন্ডুলকর, অনিল অম্বানীদের নামও। তবে তা গোপন বা অবৈধ নয় বলে দাবি করেছেন তাঁরা।

 

খেলা
  • মল দ্বীপের রাজধানী মালে শুরু হল সাফ চ্যাম্পিয়নশিপ। প্রথম ম্যাচ ড্র করল ভারত ও বাংলাদেশ (১-১)।
  • আগামী মাসে ভুবনেশ্বরে অনুষ্ঠিতব্য জুনিয়র হকি বিশ্বকাপ প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিল ইংল্যান্ড। করোনা সংক্রমণের কারণেই এই সিদ্ধান্ত।