কারেন্ট অ্যাফেয়ার্স ৭ অক্টোবর ২০২১

593
0
daily current affairs
Courtesy: India TV News

আন্তর্জাতিক
  • ২০২১ সালে সাহিত্যে নোবেল পাচ্ছেন আফ্রিকান বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক আবদুল রজাক গুরনা। তাঁর জন্ম হয়েছিল তানজানিয়ার জাঞ্জিবারে। অনেক পথ পেরিয়ে আশ্রয় পান ইংল্যান্ডে। পেশায় তিনি ছিলেন কেন্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও ঔপনিবেশিক সাহিত্যের অধ্যাপক। তাঁর মাতৃভাষা সোয়াহিলি। কিন্তু লিখতেন ইংরেজিতে। প্রথম উপন্যাস `মেমরি অব ডিপার্চার’। মোট দশটি উপন্যাস লিখেছেন তিনি। ওল সোয়িঙ্কা (১৯৯৬), নাগুইব মাহফুজ (১৯৯৮), নাদিন গার্ডিমার (১৯৯১) ও জে এম কোয়েভজি (২০০৩) এর পর ফের কোন আফ্রিকান বংশোদ্ভূত সাহিত্যে নোবেল পাচ্ছেন। `প্যারাডাইস’ উপন্যাসের জন্য এই পুরস্কার পাচ্ছেন আবদুলরজাক গুরনা।
  • পাকিস্তানের বালুচিস্তানে ভূমিকম্পে প্রাণ হারালেন অন্তত ২৪ জন। রিখটার স্কেল অনুযায়ী কম্পনের তীব্রতা ছিল ৫.৯।

 

জাতীয়
  • শ্রীনগরের সঙ্গম ইদগা এলাকার একটি স্কুলে ঢুকে সেখানকার ২ সংখ্যালঘু মানুষকে বেছে হত্যা করল জঙ্গিরা। নিহত হলেন অধ্যক্ষা সুপিন্দর কউর ও শিক্ষক দীপক চাঁদ। রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি জঙ্গিগোষ্ঠী ঘটনার দায় স্বীকার করল। দুদিন আগে মাখনলাল বিন্দ্রু নামের একজন সংখ্যালঘু ব্যবসায়ীকেও গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা।

 

বিবিধ
  • ২০২১-২২ অর্থবর্ষে দেশে আর্থিক বৃদ্ধির পূর্বাভাষ ১০ শতাংশ থেকে কমিয়ে ৮.৭ শতাংশ করল মূল্যায়ণ সংস্থা ফিচ।
  • জোসেফ এফ-এর বয়স ১০০ বছর। তিনি ছিলেন নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের একজন নিরাপত্তারক্ষী। তাঁর বিরুদ্ধে এবার ৩৫১৮ জন বন্দিকে হত্যায় সহযোগিতার বিচার শুরু হবে।

 

খেলা
  • টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রথ থেমে গেল ইতালির। নেশনস লিগে এদিন ২-১ গোলে তাদের পরাস্ত করল স্পেন। সেমিফাইনালের উত্তেজনাপূর্ণ খেলায় স্পেনের হয়ে জোড়া গোল করলেন ফেরান তোরেস।
  • সাফ চ্যাম্পিয়নশিপে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ গোলশূন্য ড্র হল। প্রসঙ্গত, ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে দুটি দেশের ক্রম যথাক্রমে ১০৭ এবং ২০৫।
  • বৃষ্টিতে পণ্ড হল ভারত-অস্ট্রেলিয়া মেয়েদের প্রথম টি টোয়েন্টি ম্যাচ।