কারেন্ট অ্যাফেয়ার্স ৮ অক্টোবর ২০২১

480
0
daily current affairs

আন্তর্জাতিক
  • আফগানিস্তানে একটি মসজিদে প্রার্থনা চলার সময় আত্মঘাতী বিস্ফোরণে প্রায় শতাধিক ব্যক্তি প্রাণ হারালেন। কুদ্দুস প্রদেশের খান আবাদে জেলার এই মসজিদে হামলা চালানোর দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট জঙ্গিরা। আফগানিস্তানে এর আগেও শিয়া সম্প্রদায়ের মুসলিমরা আক্রান্ত হয়েছেন।
  • এই বছর শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন দুজন সাংবাদিক । তাঁরা হলেন ফিলিপিন্সের মারিয়া রেসা  ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ‌। রাশিয়ার বৃহত্তম বেসরকারি সংবাদপত্র ‘ নোভায়া গাজোটা’এর সহ-প্রতিষ্ঠাতা। দুজনে বাক স্বাধীনতার পক্ষে লড়াই চালিয়ে আসছেন।
জাতীয়
  • উত্তরপ্রদেশে লখিমপুর খেরিতে গাড়ির চাকায় পিষে ও গুলি চালিয়ে কৃষকদের হত্যায় অভিযুক্তকে উত্তরপ্রদেশ পুলিশ গ্রেফতার না করা নিয়ে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। এ ক্ষেত্রে মূল অভিযুক্ত আশীষ মিশ্র কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে।
  • ২০০২ সালের ১০ জুলাই শিন্য রঞ্জিত সিংহকে হত্যায় দোষী সাব্যস্ত হলেন হরিয়ানার সীসার ডেরা সাচা সৌদের প্রধান রাম রহিম। অন্য মামলার সূত্রে রাম রহিম এখন কারাবন্দি।
বিবিধ
  • অবশেষে রাষ্ট্রায়াত্ত উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়ার ক্রেতা পেল কেন্দ্রীয় সরকার। স্পাইসজেটকে দরপত্রের দৌড়ে হারিয়ে ১৮ হাজার কোটি টাকায় তা কিনে নিচ্ছে টাটা গোষ্ঠী। এয়ার ইন্ডিয়া-এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এর ১০০% এবং এয়ার ইন্ডিয়া স্যাটস-এর ৫০ শতাংশ মালিকানা পাচ্ছে তারা। প্রসঙ্গত, ১৯৩২ সালে জেআরডি টাটাই এই বিমান সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৪৮ সালে ৪৯ শতাংশ মালিকানা কিনে নেয় কেন্দ্রীয় সরকার। ১৯৫৩ সালে পুরো মালিকানাই আইনে নেয় তারা।।জেআরডি টাটা ১৯৭৭ সাল পর্যন্ত সংস্থার চেয়ারম্যান ছিলেন। দীর্ঘদিন ধরেই লোকসানে চলছে সংস্থাটি। ঋণের অঙ্ক ৬০ হাজার কোটি টাকা। ৬৮ বছর পর টাটা সন্স এর হাতে ফিরে এল এবং ঘুরে দাঁড়ানোর আশা করছেন কর্মীরা।
খেলা
  • জর্জ টেলিগ্রাফকে ১-০ গোলে হারিয়ে কলকাতা প্রিমিয়ার লিগের ফাইনালে উঠলো রেলওয়ে এফসি। প্রসঙ্গত শেষবার ১৯৫৮ সালে কলকাতা লিগে কোনো রেল দল ( ইস্টার্ন রেল) চ্যাম্পিয়ন হয়ে ছিল।
  • নেশনস লিগের সেমি ফাইনালে বেলজিয়ামের কাছে ০-২ গোলে পেঁচিয়ে পড়েও শেষে ৩-২ গোলে জয়ী হলফ্রান্স।