কারেন্ট অ্যাফেয়ার্স ৯ অক্টোবর ২০২১

496
0
daily current affairs
Courtesy: Times of India

আন্তর্জাতিক
  • আফগানিস্তানের কুদ্দুস প্রদেশ গোঁজার ই সৈয়দ আবাদ মসজিদে আত্মঘাতী হামলা চালানো জঙ্গি চিনের উইঘুর সম্প্রদায়ের। চিনের দাবি মেনে তালিবান নেতৃত্ব আফগানিস্তানে উইঘুরদের কোণঠাসা করছে। তার প্রতিবাদে এই হামলা বলে জানানো হয়েছে। তাদের সাহায্য করেছে আইএস জঙ্গিরা।
  • তাইওয়ানের আকাশে গত চারদিন ধরে চিনের যুদ্ধবিমান এর মহড়া নিয়ে বিতর্ক ঘনিয়েছে। সেই বিতর্ক মিটার আগেই চিনের রাষ্ট্রপতি জিং পিং বললেন,’ শান্তিপূর্ণভাবে ‘ তাইওয়ান কে চিনের সঙ্গে জুড়ে নিতে চান।
জাতীয়
  • করোনা প্যানডেমিক শুরুর পর বিশ্বের প্রথম রাষ্ট্রনায়ক হিসেবে ভারত সফরে এলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটি ফ্রেডেরিকশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হলো তাঁর। স্বাস্থ্য, উষ্ণায়ন , কৃষি, জল সংরক্ষণ ,পুনর্ব্যবহারযোগ্য শক্তি নিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করা হল। চারটি চুক্তি স্বাক্ষরিত হল।
  • উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে ৪ জন কৃষককে গাড়ির চাকায় পিষে হত্যার অভিযোগে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পুত্রের আশিসকে। জিজ্ঞাসাবাদে সহায়তা না করায় গ্রেফতার করা হল তাকে।
বিবিধ
  • নবরাত্রি উৎসবের সময় নদিন ব্যাংক কর্মীদের নির্দিষ্ট রংয়ের পোশাক পরতে হবে। অন্যথায় জরিমানা দিতে হবে। মুম্বাইয়ে ইউনিয়ন ব্যাংকের সদর দপ্তরে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। বিতর্ক বাড়ায় পরে তা প্রত্যাহার করা হয়।
  • দেশের প্রথম মেট্রো শহর হিসেবে নিজেদের দাম ১০০ টাকায় পৌঁছল মুম্বইয়ে। ৬ দিনে প্রতি লিটার তেলের দাম বেড়েছে ২ টাকারও বেশি।
খেলা
  • বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে জার্মানি পিছিয়ে পড়েও ২-০ গোলে পরাস্ত করল রোমানিয়াকে।২০১৭ সালের পর ফের দেশের হয়ে গোল করলেন টমাস মুলার। দেশের হয়ে ১০৭ ম্যাচে তার গোল সংখ্যা ৪০। ১৯৩৭ সালের পর দ্বিতীয়বার জার্মানি প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর কোন ম্যাচে জয়ী হল।
  • সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল।