আব্দুল কাদির খান (৮৫) প্রয়াত হলেন। তাঁর সাহায্যে পাকিস্তান পরমাণু অস্ত্র সমৃদ্ধ প্রথম মুসলিম রাষ্ট্রের স্বীকৃতি লাভ করেছিল। ১৯৩৬ সালে ভূপালে জন্ম হয়েছিল তাঁর। পরমাণু বিজ্ঞানী কাদির খানকে পরমাণু অস্ত্রের জনক বলা হয়। পাকিস্তানের সর্বোচ্চ সম্মান’ নিশান-ই-ইমতিমাজ’ পেয়েছিলেন তিনি। পরে অবশ্য ইরান, লিবিয়া, উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র প্রযুক্তি পাচারের অভিযোগে তাঁকে গৃহবন্দি করে রাখা হয় (২০০৪-২০০৫ সাল পর্যন্ত)।
বিরল সংকটের মুখে পড়ল লেবানন। জ্বালানি সংকট বন্ধ হয়ে গেল সে দেশের দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অলজাহরানি ও ডের আসার। ফলে গোটা দেশই নিষ্প্রদীপ। গৃহযুদ্ধ, আর্থিক দুর্নীতিতে এমনিতেই বেহাল অবস্থা লেবাননের। বিশ্ব ব্যাংকের তথ্য, ১৮৫০ সালের পর সবথেকে খারাপ অবস্থায় পড়েছে লেবানন। তাদের মুদ্রার অঙ্ক কমেছে ৯০ শতাংশ।
জাতীয়
কয়লার অভাবে নজিরবিহীন বিদ্যুৎ সংকটের মুখে পাঞ্জাব। সেইসঙ্গে দিল্লি ,রাজস্থান ,তামিলনাড়ু, অন্ধপ্রদেশ, বিহার ,ঝাড়খন্ডে বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। কয়লার জন্য ১৩৫টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বিবিধ
মস্কোর বিখ্যাত বলশয় থিয়েটারে নাটকের শো চলার সময়ই সেট ভেঙে মৃত্যু হল অভিনেতা ইভ জেনি কুলেশের(৩৮)। এই বিশ্ব বিখ্যাত থিয়েটারে ২০১৩ সালেও মৃত্যু হয়েছিল একজন বেহালা বাদকের।
খেলা
সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ১-০ পরাস্ত করল নেপালকে। দেশের হয়ে ৭৭ টি গোল করে সুনীল ছেত্রী স্পর্শ করলেন পেলের রেকর্ড।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ পর্তুগাল ৩-০ গোলে পরাস্ত করল কাতারকে। দেশের হয়ে ১১২ টি গোল হয়ে গেল রোনাল্ডোর যা বিশ্বে সর্বোচ্চ। তা ছাড়া স্পেনের সের্খিয়ো রামোসকে ইউরোপীয় ফুটবলারদের মধ্যে সবথেকে বেশি ম্যাচ খেলার নজির গড়লেন তিনি (১৮১টি)।
লাস ভেগাসে ডব্লিউ বিসি হেভিওয়েট চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখলেন টাইসন ফিউরি। তিনি পরাস্ত করলেন ডোয়েটে ওয়াইল্ডারকে।
উবের কাপের প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে জয়ী হল ভারতের মেয়েরা।