কাতারের রাজধানী দোহায় তালিবান নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসলেন ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে।আফগানিস্তানের তালিবান সরকার প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো সরকারি স্তরে মুখোমুখি বৈঠকে বসলেন তাঁরা। বৈঠকে আফগানিস্তান থেকে ইচ্ছুক ব্যক্তিদের দেশত্যাগে বাধা না দেওয়া ও নারীদের অধিকার রক্ষার দাবি জানানো হল । কাবুলের উন্নয়নে ১.২ বিলিয়ন ডলার অনুদান করল ইউরোপীয় ইউনিয়ন।
জাতীয়
ভারত বায়োটেক সংস্থার ২ থেকে ১৮ বছর বয়সীদের ষও ভ্যাকসিন প্রতিষেধক জরুরি ভিত্তিতে ব্যবহারের সুপারিশ করল বিশেষজ্ঞ কমিটি। ২ থেকে ১২ বছরের শিশুদের জন্য এটি বিশ্বে প্রথম প্রতিষেধক হয়ে উঠতে চলেছে ১০০০ জনের ওপর পরীক্ষামূলক প্রয়োগে সাফল্যের হার ৭৭.৪ শতাংশ।
২০১৫-২৬ সাল পর্যন্ত দ্বিতীয় দফার স্বচ্ছ ভারত মিশন প্রকল্প অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
জি২০ বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিবিধ
১৮ অক্টোবর থেকে দেশীয় উড়ানে ১০০ শতাংশ যাত্রী নিয়ে যাবে বলে জানাল কেন্দ্রীয় বিমান মন্ত্রক। গত বছরের ২৫ মে উড়ান পুনরায় চালুর পর এই প্রথম তা স্বাভাবিক হচ্ছে। এদিকে দেশে দৈনিক সংক্রমণ হয়েছে ১৪৩১৩ জন গত সাত মাসে সর্বনিম্ন।
খেলা
আয়োজক দেশ কাতার কে বাদ দিয়ে প্রথম দেশ হিসাবে ২০২২ বিশ্বকাপ ফুটবল খেলার যোগ্যতা অর্জন করল জার্মানি। যোগ্যতা অর্জনের ম্যাচে এদিন ৪০ বলে তারা হারাল উত্তর মেসিডোনিয়াকে।
মেয়েদের একদিনের ক্রিকেটে কণিষ্ঠ হিসাবে (১৬ বছর ) শতরানের নজির গড়লেন আয়ারল্যান্ডের আমি হান্টার। তিনি ভাঙলেন ভারতের মিতালি রাজ এর নজির।
বিনা পারিশ্রমিকে এ ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের মেন্টর হতে রাজি হলেন এম এস ধোনি।