কারেন্ট অ্যাফেয়ার্স ২২ অক্টোবর ২০২১

550
0
Current Affairs 18th March

আন্তর্জাতিক
  • বাংলাদেশের কক্সবাজার থেকে ইকবাল হোসেন(৩২)কে গ্রেপ্তার করল পুলিশ।কুমিল্লার দুর্গামণ্ডপে ইসলামিক ধর্মগ্রন্থ সে-ই রেখে এসেছিল বলে জানা গেছে। তবে ঘটনার সময় কেন বিদ্যুত চলে গিয়েছিল এবং পুলিশ কেন কয়েকজনকে ভিডিয়ো করতে দিয়েছিল তা এখনও জানা যায়নি।গোটা ঘটনার তদন্ত দাবি করল হিন্দু ব্যেদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
  • বাংলাদেশের কক্সবাজারে উখিয়া পালংখালি ইউনিয়নের একটি মাদ্রাসায় সশস্ত্র হামলায় ৬ জন নিহত হলেন। রোহিঙ্গা শরণার্থীদের দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদের জন্য এই হামলা বলে সন্দেহ করা হচ্ছে।
জাতীয়
  • একজন ব্যবসায়ী তাঁকে দুটি ফাইল পাশ করানোর জন্য ৩০০ কোটি টাকা ঘুষ দিতে চেয়েছিলেন বল দাবি করলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মলিক। পরবর্তীকালে ওই শিল্পগোষ্ঠীর সঙ্গে সরকারের চুক্তি বাতিল হয়ে যায়। এটি ২০১৮ সালের ঘটনা বলে জানিয়েছেন তিনি।
খেলা
  • কিশোর বয়সে বাসে ট্রামে চেপে অনুশীলনে যেতেন রজার ফেডেরার। তাঁকে সম্মান জানিয়ে একটি ট্রামের নাম রাখা হল ফেডেরার এক্সপ্রেস।
  • শারজায় টি টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ১০ ওভারে অল আউট করে ৮ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
বিবিধ
  • পশ্চিমবঙ্গে কিছু পেট্রোল পাম্পে প্রতি লিটার ডিজেলের দর গিয়ে দাঁড়াল ১০০ টাকায়। পেট্রোলের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ১০৭ টাকা প্রতি লিটার।
  • দশম ও দ্বাদশের চূড়ান্ত পরীক্ষা অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত জানাল সিআইএসসিই।