কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ অক্টোবর ২০২১

602
0
Daily current affairs
Courtesy: ESPN

আন্তর্জাতিক
  • বাংলাদেশের বিভিন্ন শহরে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সাম্প্রতিক হিংসাত্মক ঘটনা নিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি করল তারা।
  • মেক্সিকোর টুলুমে দুই মাদক পাচারকারী গোষ্ঠীর লড়াইয়ের মাঝখানে পড়ে প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত অঞ্জলি রাওয়াত ও জার্মান পযর্টক জেনিফার হেনজোল্ড। পেশায় প্রযুক্তিবিদ অঞ্জলি (২৫) পেশার প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করতেন।
জাতীয়
  • ফৈজাবাদ ক্যান্টনমেন্ট রেল স্টেশনের নাম বদলে অযোধ্যা ক্যান্টলমেন্ট করা হবে বলে জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ২০১৮ সালে ফৈজাবাদ এর নাম বদলে অযোধ্যা করা হয়েছিল।
  • বৃষ্টি-ধস-বন্যায় উত্তরাখণ্ডে ৭৫ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। এঁদের মধ্যে অনেকেই পর্যটক।
খেলা
  • ৮১ বছরে পা দিলেন সম্রাট পেলে।
  • টি টোয়েন্টি বিশ্বকাপে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের ম্যাচে ৫৫ রানে অল আউট হয়ে গেল। ৬ উইকেটে জয়ী হল ইংল্যান্ড। অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারাল অস্ট্রেলিয়ায়।
বিবিধ
  • দুর্গাপুজোয় ৩২৩৭৭ কোটি টাকার লেনদেন হয় বলে একটি সমীক্ষার রিপোর্টে জানাল ব্রিটিশ কাউন্সিল অব ইন্ডিয়া।
  • ২০২২ সালে অস্কার পুরস্কারের জন্য ভারত থেকে মনোনয়ন পেল তামিল ছবি `কুজাথল’। ১৪টি ছবির মধ্য থেকে এই ছবিটি বেছে নিলেন ১৫ জন জুরি।