কারেন্ট অ্যাফেয়ার্স৭ এপ্রিল ২০২১

schedule
2021-04-10 | 08:18h
update
2021-04-10 | 08:18h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • ব্রাজিলে করোনা সংক্রমণে একদিনে ৪,১২৫ জনের প্রাণহানি হল। একদিনে মৃত্যুর এই সংখ্যা একটি রেকর্ড। ইতিমধ্যে করোনা সংক্রমণে ব্রাজিলে ৩ লক্ষ ৩৭ হাজার জনের মৃত্যু হয়েছে। মোট ১ কোটি ৩১ লক্ষ মানুষ সংক্রমিত হয়েছেন। ব্রাজিলে লাগামছাড়া করোনা সংক্রমণের জন্য অভিযোগের আঙুল উঠেছে রাষ্ট্রপতি জইর বোলসোনেরোর বিরুদ্ধে। তিনি রোগ প্রতিরোধে কোনো কড়া ব্যবস্থা তো নেনইনি, উলটে `এ সব মিডিয়ার আবিষ্কার’ বলে ব্যঙ্গ করেছেন। বিরোধীরা এজন্য তাঁকে `গণহত্যাকরী’ বলে সমালোচনা করছে।
  • `চিনের কাছে মাথা নত করব না। যদি যুদ্ধ হয় শেষ দিন পর্যন্ত লড়ব।’ এই মন্তব্য করলেন তাইওয়ানের বিদেশমন্ত্রী জোসেফ উ। গত কয়েকদিন ধরে দেশটির চারপাশে চিনের নৌমহড়া এবং তাদের আকাশসীমায় চিনের বায়ুসেনার বিমান ওড়া প্রসঙ্গে তিনি এই কথা বললেন। চিন অবস্য তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলেই দাবি করে। তাদের স্বাধীনতাও স্বীকার করে না। অন্যদিকে তাইওয়ানকে অস্ত্র দিয়ে সাহায্য করে মার্কিন যুক্তরাষ্ট্র।
  • `সমাজে মহিলাদের প্রতি অশালীন আচরণের কারণ মহিলাদের পোশাক’― এই মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মন্তব্যটির প্রতিবাদে অনলাইনে স্বাক্ষর সংগ্রহ শুরু হয়েছে।
Advertisement

 

জাতীয়
  • দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হলেন ১,১৫,৭৩৬ জন। গত এক বছরে এটিই সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। মোট সংক্রমিত ১,২৮,০১,৭৮৫ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৮,৪৩৪৭৩। করোনায় দেশে মোট প্রাণহানি হয়েছে ১,৬৬,১৭৭ জনের। পশ্চিমবঙ্গে সংক্রমিতের সংখ্যা ৬ লক্ষ অতিক্রম করল। রাজ্যে সক্রিয় রোগী রয়েছেন ১৪,২৯০ জন। গত ২৪ ঘণ্টায় ২,৩৯০ জন সংক্রমিত হয়েছেন।
  • মায়ানমারে সেনা শাসনের বিরোধিতা করে বার্তা প্রকাশ করল ভারত। এ বিষয়ে এই প্রথম নিজেদের অবস্থান স্পষ্ট করে মত প্রকাশ করল নয়াদিল্লি। সেখানে গণতন্ত্র ফেরানোর দাবিতে রাষ্ট্রসংঘেও সুর চড়া করল ভারত। প্রসঙ্গত, ২৭ মার্চ মায়ানমারের সেনা দিবসে যে আটটি দেশ সেখানে প্রতিনিধি পাঠিয়েছিল সেখানে ভারতও ছিল। এ পর্যন্ত ৫১৮ জন বিক্ষাভকারী মারা গিয়েছে সেনার গুলিতে।
  • মহারাষ্ট্রে সদ্য ইস্তফা দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ তাঁর কাছে ২ কোটি টাকা উৎকোচ চেয়েছিলেন বলে এনআইএ-এর কাছে চিঠি দিয়ে অভিযোগ করলেন পুলিশ অফিসার শচীন ভাজ। একগুচ্ছ অভিযোগে এখন ভাজের বিরুদ্ধে তদন্ত চলছে।

 

বিবিধ
  • একদিনে ডলারের নিরিখে টাকার দাম পড়ল ১০৪ পয়সা। প্রতি ডলারে তা হল ৭৪.৪৭ টাকা। একদিনে টাকার দাম এতটা নেমে যাওয়া উদ্বেগজনক।
  • চলতি অর্থবর্ষে ভারতে বৃদ্ধির হার ১২.৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)।

খেলা
  • করোনা সংক্রমণ প্রতিরাধে জাপানের ওসাকা শহরে অলিম্পিকের সময় দর্শকদের উপস্থিতি নিষিদ্ধ করা হল।
  • চ্যাম্পিয়ন লিগের প্রথম পর্বে লিভারপুলের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী হল রিয়াল মাদ্রিদ। ডর্টমুন্ডের বিরুদ্ধে ২-১ গোলে জয়লাভ করল ম্যাঞ্চেস্টর সিটি।
  • দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে ফের শতরান (১০১) করলেন পাকিস্তানের বাঁ-হাতি ওপেনার ফখর জামান। এর আগের ম্যাচেই ১৯৩ রান করেছিলেন তিনি।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.04.2024 - 19:18:10
Privacy-Data & cookie usage: