কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ অক্টোবর ২০২১

541
0
daily current affairs
Courtesy: Times of India

আন্তর্জাতিক
  • ফ্রান্সের কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেন সের্গেই সাভেলিয়েভ। মাদক পাচারের অভিযোগে কয়েক বছর তিনি কারাবন্দি ছিলেন মস্কোর একটি কারাগারে। সেখানে তাঁর সংগৃহীত বহু ভিডিয়ো চিত্র ফাঁস হয়েছে। সেখানে রাশিয়ার কারাগারে বন্দিদের ওপর পৈশাচিক অত্যাচারের চিত্র প্রকাশ্যে এসেছে।
  • তীব্র ভূমকম্প অনুভূত হল তাইওয়ানে। রিখটার স্কেল অনুসারে কম্পনের তীব্রতা ছিল ৬৫।
জাতীয়
  • উত্তরাখণ্ডে বৃষ্টি-ঝড়-ধসে প্রাণহানি হয়েছে ৭৭ জনের। সেনা ও বিপর্যয় মোকাবিলাবাহিনী যুগ্মভাবে তল্লাসি চালাচ্ছে।
  • তামিলনাড়ুর আরিয়ালুতে স্কুলের সামনে থাকা মদের দোকান সরিয়ে দেওয়ার জন্য সেখানকার মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে চিঠি লিখেছিল দুজন খুদে। তাদের দাবি মেনে দোকানটি সরিয়ে দিল প্রশাসন।
খেলা
  • টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারত ১০ উইকেটে পরাস্ত হল পাকিস্তানের কাছে। এই প্রথম বিশ্বকাপ ক্রিকেটে তারা ভারতকে হারাতে পারল। ম্যান অব দ্য ম্যাচ হলেন শাহিন শাহ আফ্রিদি। অন্য ম্যাচে শ্রীলঙ্কা ৫ উইকেটে হারিয়ে দিল বাংলাদেশেকে।
  • ২০২২ কাতার বিশ্বকাপের বিশেষ দূত হলেন ডেভিড বেকহ্যাম।
  • অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয়ের ম্যাচে ভারত ২-১ গোলে পরাস্ত করল ওমানকে। ফিফা তালিকায় ভারতের ক্রম ১০৬ এবং ওমানের ৭৭।
বিবিধ
  • কলকাতা মেট্রো থেকে বিদায় নিল নন এসি রেক। গত ৩৭ বছর ধরে লক্ষ লক্ষ যাত্রী বহন করে পরিষেবা দিয়েছিল এই রেকগুলি।
  • চলতি মাসে ১৯ বার বৃদ্ধি পেল পেট্রল–ডি্জেলের দাম। গত ১০ মাসে পেট্রলের ২৪ টাকা দাম বৃদ্ধি পেয়েছে।