কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ অক্টোবর ২০২১

505
0
Daily current affairs
Courtesy: India Today

আন্তর্জাতিক
  • পুনরায় সেনা অভ্যুত্থান হল সুদানে। গৃহবন্দি করা হল সেখানকার প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোকে। দুবছর আগে সুদানে সেনা অভ্যুত্থানের জেরে পদচ্যুত হতে হয়েছিল সেখানকার রাষ্ট্রপতি ওমর আলি বশিরকে।
  • বাংলাদেশের রংপুরে সংখ্যালঘুদের ২১টি গৃহে অগ্নিসংযোগ ও লুঠপাটের ঘটনায় এক ছাত্রনেতা, একজন  ইমাম সহ ৬৮ জনকে গ্রেপ্তার করল পু্লিশ। নোয়াখালিতে হামলার ঘটনায় বিএনপি, জামাতে ইসলামির ১১ জন নেতা সহ ১০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জাতীয়
  • নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-এর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেডের বিরুদ্ধে তদন্তর নির্দেশ দিল এনসিবি। অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ানকে মাদক রাখার দায়ে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনার অন্যতম সাধ্বী প্রভাকর সাইল দাবি করেছেন, আরিয়ানের জামিনের জন্য ৮ কোটি টাকা ঘুষ চেয়ে থাকতে পারেন সমীর।
  • আগামী ১৬ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গের উচ্চবিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খেলা
  • টি টোয়েন্টি বিস্বকাপে স্কটল্যান্ডকে ১৩০ রানে পরাস্ত করল আফগানিস্তান। ২০ রানে ৫ উইকেট নিলেন মুজিব-উর-রহমান। স্কটল্যান্ডের পাঁচজন এলবিডব্লিউ হয়েছেন যা একটি রেকর্ড।
  • পরবর্তী আইপিএল-এর জন্য নতুন দুটি দলের আবির্ভাব হবে ২০২২ সালে। লখনউ ও আমেদাবাদের ওই দুই দলের জন্য নিলামে যথাক্রমে আরপিএসজি গ্রুপ এবং সিভিসি ক্যাপিটাল পার্টনার সত্ত্ব কিনে নিল। বোর্ডের আয় হল ১২৭১৫ কোটি টাকা।
বিবিধ
  • এনবিএ কিংবদন্তি মাইকেল জর্ডনের ১৯৮৪ সালে ব্যবহৃত একটি স্নিকারের নিলামে দাম উঠল ১১ কোটি টাকা।