কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ অক্টোবর ২০২১

680
0
daily current affairs
Courtesy: Mint

আন্তর্জাতিক
  • সেনাবাহিনীর চাপে শেষ পর্যন্ত পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর পরবর্তী প্রধান হিসাবে লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ অঞ্জুমকে মেনে নিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
  • কানাডার নতুন প্রতিরক্ষা মন্ত্রী পদে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত সাংসদ অনিতা আনন্দ।
জাতীয়
  • পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে দেশের রাজনৈতিক নেতা, সাংবাদিকদের ফোনে আড়ি পাতার অভিযোগ নিয়ে বিশেষ তদন্ত কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আর ভি রবীন্দ্রণের নজরদারিতে তিন জন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞের ওই কমিটিকে ২ মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
  • ৫ হাজার কিমি পাল্লার ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক মিসাইল অগ্নি ৫ ক্ষেপনাস্ত্রের পরীক্ষা সফল হল ভারতের।
  • চিনের নতুন সীমান্ত আইন উদ্বেগজনক বলে মন্তব্য করল ভারত।
খেলা
  • টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে নামিবিয়া ৪ উইকেটে পরাস্ত করল স্কটল্যান্ডকে। অন্য মাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড।
  • এএফসি অনূর্দ্ধ ২৩ এশিয়ার কাপের বাছাই পর্বে আরব আমিরশাহির কাছে ১-০ গোলে হেরে গেল ভারত। ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ের আমিরশাহির ক্রম ৭১, ভারতের ১০৭।
  • দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার সুনীল ছেত্রীসহ ১১ জনকে দেওয়ার জন্য সুপারিশ করল সংশ্লিষ্ট কমিটি। প্রসঙ্গত, এখনও কোন ফুটবলার এই পুরস্কার পাননি। ৩৫ জনকে অর্জুন পুরস্কার দেওয়ার সুপারিশ করা হয়েছে।
বিবিধ
  • প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান পদে থাকছেন বিবেক দেবরায়। এদিন নতুন কমিটির সদস্যদের নাম ঘোষিত হল।
  • কলকাতায় ডিজেলের দাম পৌঁছে গেল প্রতি লিটারে ১০০ টাকায়। গত ২৪ সেপ্টেম্বর থেকে ২৫ দফায় ৮.৪৩ টাকা দাম বাড়ল ডিজেলের।