জাপানের এক সাধারণ পরিবারের ছেলে কেই কোমুরোকে বিয়ে করলেন জাপানের রাজকুমারী মাকো। কেই কলেজে তাঁর সহপাঠী ছিলেন। এই সিদ্ধান্তের কারণে রাজ পরিবারের বিশেষ মর্যাদা ও ১০৩ লক্ষ ডলার সম্পত্তিও হারালেন তিনি। বিয়ের পর নিউ ইয়র্কে সংসার পাতবেন তাঁরা।
৮ নভেম্বর থেকে বিদেশিদের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে বিধিনিষেধ তুলে নেওয়া হল। করোনা প্রতিষেধক সম্পূর্ণ হলে তবেই সেখানে যাওয়া যাবে। সংক্রমণ বাড়তে থাকায় চিনে ইজিন কাউন্টির পর গনও প্রদেশের লনমু শহরেও কঠোরভাবে লকডাউন শুরু হল।
জাতীয়
কবি ও সমাজকর্মী ভারভারা রাওকে ১৮ নভেম্বর তালোজা জেল কতৃর্ৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে বলে জানাল বম্বে হাইকোর্ট। ৮২ বছরের এই সমাজকর্মী এলগার পরিষদ মামলায় অন্যতম অভিযুক্ত।
২৮ অক্টোবর থেকে পুরোদমে চালু হচ্ছে মুম্বইয়ের লোকাল ট্রেন। তবে ট্রেনে ওঠার শর্ত করোনা টিকার দুটি ডোজ নেওয়া হয়ে থাকতে হবে।
খেলা
টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তান ৫ উইকেটে পরাস্ত করল নিউজিল্যান্ডকে। অন্য ম্যাচে ওয়েস্টইন্ডিজকে ৮ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা। এদিন খেলা শুরুর আগে হাঁটু মুড়ে বর্ণবিদ্বেষের বিপরুদ্ধে প্রতিবাদ জানালেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। কিন্তু এই প্রতিবাদে অংশ নিলেন না কুইন্টন ডি কক। তিনি ম্যাচ থেকেও সরে যান। এই ঘটনায় তীব্র বিতর্কও শুরু হয়েছে।
বিবিধ
টেসলার মোট শেয়ার মূল্য ও কোটি ডলার ছাডিয়ে গেল। বিশ্বে এই প্রথম কোনো গাড়ি সংস্থার শেয়ার মূল্য এই অঙ্কে উঠল।