কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ অক্টোবর ২০২১

635
0
daily current affairs
Courtesy: SportsAdda

আন্তর্জাতিক

  • নজিরবিহীন খাদ্য সংকটে কাহিল উত্তর কোরিয়া। এই পরিস্থিতিতে ২০২৫ সাল পর্যন্ত দেশবাসীকে কম করে খেতে বললেন সেখানকার রাষ্ট্রপতি কিম জং উন। অতিমারি এবং সে দেশের ওপর চেপে থাকা আংশিক নিষেধাজ্ঞার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর কোরিয়ায়।
    তাইওয়ানের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনা। যদি চিন তাদের দেশ আক্রমণ করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তা প্রতিহত করবে বলে মন্তব্য করলেন সে দেশের রাষ্ট্রপতি সাই ইং ওয়েন।
জাতীয়
  • অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের প্রতিষেধকের একটি ডোজ নেওয়া থাকলেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে বলে মন্তব্য করলেন আইসিএমআর-এর মহামারী বিদ্যার প্রধান গবেষক ডঃ সমীরণ পাণ্ডা।
  •  প্রাক্তন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বিনোদ রাই কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপমের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে হলফনামা দিলেন। ৭ বছর আগে তিনি দাবি করেছিলেন কয়লা কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের নাম বাদ দেওয়ার জন্য সঞ্জয় নিরুপম তাঁকে অনুরোধ করেছিলেন।

 

    • খেলা

 

  • টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ৭ উইকেটে পরাস্ত করল শ্রীলঙ্কাকে।
  • এটিকে মোহনবাগান-এর ডিরেক্টর পদ ছাড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
  • বার্সেলোনার কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল রোনাল্ড কোম্যানকে।

 

  • জার্মান কাপে মনসেন গ্লাডবাখের কাছে ৫-০ ব্যবধানে পরাস্ত হয় বায়ার্ন মিউনিখ। ৪৩ বছর পর তরা এত বড় ব্যবধানে হারল।

 

    • বিবিধ
  • উইম্বলডনে ভগিনী নিবেদিতার মূর্তি বসানোয় ছাড়পত্র দিল জাতীয় সংস্থা। মূর্তি গড়বেন মার্কাস বিয়েল। উইম্বলডনের একটি বাড়িতে মা, বোনের সঙ্গে দীর্ঘদিন থাকতেন নিবেদিতা