কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ অক্টোবর ২০২১

556
0
HSCL Recruitment 2024

আন্তর্জাতিক

  • ভ্যাটিকানে পোপ প্রথম ফ্রান্সিসের সঙ্গে দেখা করলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল।
  • উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের প্রত্যর্পণ মামলা স্থগিত রাখল ব্রিটেনের হাইকোর্ট।জুলিয়ানের বিরুদ্ধে ১৮টি মামলা করেছে মর্কিন যুক্তরাষ্ট্র। এই মামলায় সেখানে তাঁর ১৭৫ বছর কারাদণ্ড হতে পারে। অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ার মানুষ। তাঁর বিরুদ্ধে প্রত্যর্পণের মামলা করেছে সুইডেনও।

জাতীয়

  • পুলিশ কর্মীদের আক্রমণের ৩৮ বছরের পুরনো একটি মামলায় কুখ্যাত অপরাধী ছোটা রাজনকে রেহাই দিল মুম্বইয়ের একটি আদালত। রাজন অবশ্য অন্যান্য মামলার জেরে তিহার জেলে বন্দি রয়েছেন।
  • লোকাল ট্রেন চলায় ছাড়পত্র দিল পশ্চিমবঙ্গ সরকার। তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে তা চালানো যাবে। প্রাক করোনা পর্বে হাওড়ায় ৬৭৯টি ও শিয়ালদহে ৯১৩টি লোকাল ট্রেন চলত।
  • কালীপুজো দীপাবলিতে বাজি পোড়ান ও বাজি বিক্রি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট। উতসব পালনে মোমবাতি বা প্রদীপ জ্বালানো যেতে পারে বলে জানানো হয়েছে।
খেলা
  • টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ৩ রানে পরাস্ত করল ওয়েস্ট ইন্ডিজ। অন্য ম্যাচে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দিল পাকিস্তান।
  • ফরাসি ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন ভারতের লক্ষ্য সেন। সেমি সেমিফাইনালে উঠলেন পিভি সিন্ধু।
বিবিধ
  • ফেসবুকের নাম বদলাচ্ছে না। কিন্তু মার্ক জুকের বার্গের মূল কর্পোরেট সংস্থার নাম বদলে হচ্ছে মেটা।
  • রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে দ্বিতীয় দফায় ৩ বছরের জন্য নিযুক্ত হলেন শক্তিকান্ত দাস।