কারেন্ট অ্যাফেয়ার্স ১ নভেম্বর ২০২১

557
0
Climate Change Conference

আন্তর্জাতিক
  • গ্লাসগোয় ১২০টি দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে শুরু হল আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন সিওপি২৬। যেখানে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ক্ষমা চাইলেন ২০১৫ সালের জলবায়ু চুক্তি ভেঙে বেরিয়ে আসার জন্য। চিন ও রাশিয়া যোগ দেয়নি এই সম্মেলনে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বক্তব্যে ২০৭০ সালের মধ্যে গ্রিন হাউস গ্যাস নিঃসরণের মাত্রা শূন্যে নিয়ে আসার আশ্বাস দিলেন। ২০৩০ সালের মধ্যে অ-জীবাশ্ম জ্বালানির মাধ্যমে ৫০ গিগাওয়াট বিদ্যুত উৎপাদনের কথাও জানালেন তিনি।
  • ১৯ মাস পর আন্তর্জাতিক সীমান্ত খুলে দিল অস্ট্রেলিয়া। টানা ১৮ মাস পর পর্যটনের দরজা খুলল থাইল্যান্ড।
জাতীয়
  • ভারতে প্রস্তুত করোনা প্রতিষেধক কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিল অস্ট্রেলিয়া। ১২ বছরের ওপর যে-কোনো ব্যক্তি এই টিকা নিলে কোনো নিভৃতবাসের শর্ত ছাড়াই সেখানে প্রবেশ করতে পারবেন। এদিকে সংক্রমণ কমায় এদিন স্কল খুলল দিল্লি ও কেরলে।
  • স্টেটব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান প্রতীপ চৌধুরীকে গ্রেপ্তার করল পুলিশ। ২০০ কোটি টাকার একটি বেসরকারি ঋণ গ্রহীতা সংস্থার সম্পত্তি অনেক কমমূল্যে (২৫ কোটি টাকা) বিক্রির অভযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। ব্যাঙ্কের দাবি যা হয়েছে তা নিয়ম মেনেই হয়েছে।
খেলা
  • টি টোয়েন্টি বিশ্বকাপের চলতি বছরের প্রতিযোগিতায় প্রথম শতরান করলেন ইংল্যান্ডের জন বাটলার ( ৬৭ বলে অপরাজিত ১০১ রান)। ইংল্যান্ড ২৬ রানে জিতল শ্রীলঙ্কার বিরুদ্ধে।
বিবিধ
  • অক্টোবর মাসে জিএসটি বাবদ দেশে রাজস্ব আদায় হয়েছে ১.৩ লক্ষ কোটি টাকা যা এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ।
  • অক্টোবর মাসে দেশের রপ্তানি ৪২ শতাংশ ও আমদানি ৬৪.৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য ঘাটতি ছিল ১৯৯০ কোটি টাকা।