কারেন্ট অ‍্যাফেয়ার্স ২ নভেম্বর ২০২১

586
0
daily current affairs
Courtesy: The SportsRush

আন্তর্জাতিক
  • কাবুলের সেনা হাসপাতালে আত্মঘাতী বিস্ফোরণ এবং জঙ্গিদের গুলিবর্ষণের ঘটনায় ১৯ জনের মৃত্যু হল। ২০১৭ সালেও এই হাসপাতালে জঙ্গিরা ৩০ জনকে হত্যা করেছিল।
  • গ্লাসগোয় জলবায়ু সম্মেলনে ভারত ও ব্রিটেনের যুগ্ম উদ্যোগে `এক সূর্য, এক পৃথিবী, এক গ্রিড’ প্রকল্পের সূচনা হল। ভবিষ্যতে সৌরশক্তিকে ব্যবহার করে গোটা বিশ্বে বিদ্যুত সরবরাহের পরিকল্পনা করা হয়েছে এই উদ্যোগে।
জাতীয়
  • মহারাষ্ট্রের প্রাক্তন পুলিশ কর্মী অনিল দেশমুখকে ১২ ঘণ্টা ধরে জেরা করার পর গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং অভিযোগ করেছিলেন প্রতি মাসে ১০০ কো্টি টাকা তোলা আদায়ের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন দেশমুখ। এর পরই তদন্ত শুরু করে সিবিআই। এদিনই মহারাষ্ট্রে শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার ও তাঁর পরিবারের প্রায় হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দপ্তর। অভিযোগ, বেআইনিভাবে এগুলি কেনা হয়েছিল।
  • পশ্চিমবঙ্গে দ্বিতীয় পর্বের উপনির্বাচনের পর বিধানসভায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপি-র আসন সংখ্যা হল যথাক্রমে ২১৭ এবং ৭৫।
খেলা
  • টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে হারিয়ে দিল বাংলাদেশকে। পরপর ৪ ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে কার্যত ছিটকে গেল বাংলাদেশ। অন্য ম্যাচে পাকিস্তান ৪৫ রানে পরাস্ত করল নামিবিয়াকে।
  • বেলগ্রেডে বিশ্ব বক্সিং চ্যাম্পিনশিপে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন ভারতের আকাশকুমার।
বিবিধ
  • মার্কিন নাগরিক, মনোরোগ বিশেষজ্ঞ অ্যারন টি বেক প্রয়াত হলেন। ১০০ বছর বয়স হয়েছিল তাঁর। বিশ্বজুড়ে অবসাদ, উদ্বেগ ও অন্যান্য মনোরোগ চিকিৎসায় তাঁর পদ্ধতি ব্যবহৃত হয়। ক্যানিটিভ বিহেবিয়ারাল থেরাপি (সিবিটি)-এর জনক বলা হয় তাঁকে। তাঁর প্রতিষ্ঠা কর বেক ইনস্টিটিউট ১৩০টি দেশের ২৫ হাজারের বেশি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞকে প্রশিক্ষণ দিয়েছে।