কারেন্ট অ্যাফেয়ার্স ৮ এপ্রিল ২০২১

552
0
daily current affairs
Courtesy: Scroll.in

আন্তর্জাতিক 
  • মায়ানমারে সেনা প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভকে সমর্থন জানানোয় শতাধিক শিল্পীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মায়ানমারের সেনা সরকার। তাদের অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। সেনাবিরোধী বিক্ষোভে সেনাবাহিনীর গুলি চালানোও অব্যাহত রয়েছে। এই কারণে তাজে শহরে দুদিনে ২৩ জন নাগরিকের মৃত্যু হল। ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে ৬০০-র বেশি বিক্ষেভকারীর মৃত্যু হয়েছে মায়ানমারে।
  • `ফিলিপিন্স ও তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র দায়বদ্ধ।’ এদিন এই কথা বললেন জো বাইডেন সরকারের বিদেশ সচিব নেড প্রাইড। তিনি চিনের নাম করে বলেছেন, এই দেশগুলি আক্রান্ত হলে মর্কিন যুক্তরাষ্ট্র তা প্রতিহত করবে। তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজ জন এস ম্যাক মহড়া চালিয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

জাতীয়
  • গত শনিবার ৪ এপ্রিল ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষের সময় সিআরপিএফ–এর কোবরা কম্যান্ডো দলের জওয়ান রাকেশ্বর সিং মানহাসকে পণবন্দি করেছিল মাওবাদীরা। তাদের দাবি মেনে সমাজকর্মী ধর্মপাল সাইনিকে মধ্যস্থতাকারী হিসেবে ঘোষণা করেছিল মধ্যপ্রদেশ সরকার। এদিন স্থানীয় মানুষের উপস্থিতিতে রাকেশ্বরকে মুক্তি দিল মাওবাদীরা।
  • দেশে একদিনে ১,২৬,৭৮৯ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন। সংক্রমণ রুখতে মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশের কিছু এলাকায় আজ‌ই নৈশ কারফিউ জারি করা হল। পশ্চিমবঙ্গে সরকারি অফিসে কর্মীদের উপস্থিতি ৫০ শতাংশ করা হল। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় দফায় প্রতিষেধক নিলেন। তাঁকে টিকা দিলেন এইমসের নার্স নিশা শর্মা। প্রথম টিকাটি দিয়েছিলেন পি নিবেদা। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন করোনা সংক্রমিত হয়েছেন বলে জানা গেল।

বিবিধ
  • গত ৪ দিনে টাকার দাম ক্রমশই পড়ছে। ৪ দিনে প্রতি ডলারের তুলনায় ১৪৬ পয়সা কমেছে তা। এদিন তা হয়েছে ৭৪.৪৭ টাকা প্রতি ডলার। গত ৫ মাসের মধ্যে সবথেকে খারাপ জায়গায় পৌঁছল টাকার দাম।

খেলা
  • ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবলে ভারতের মেয়েরা ১-২ গোলে হারল বেলারুশের কাছে। ফিফা বিশ্ব রাঙ্কিংয়ে বেলারুশ ও ভারতের মহিলা দলের ক্রম যথাক্রমে ৫৬ ও ৫৩। বাংলার সংগীতা বাঁশফোর দেশের হয়ে একমাত্র গোলটি করলেন। ৩০ গজ দূর থেকে জোরাল শটে দুরন্ত গোল করেছেন তিনি। জে সি মুখোপাধ্যায় ট্রফি জিতল ভবানীপুর। ইডেন গার্ডেন্সে টি২০ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে তারা ২৫ বার পরাস্ত করল ইস্টবেঙ্গলকে।
  • ভারতের জাতীয় হকি দলের প্রাক্তন কোচ হরেন্দ্র সিং মার্কিন যুক্তরাষ্ট্রের পুরুষ হকি দলের কোচ নিযুক্ত হলেন। চ্যাম্পিয়ন্স লিগ কোয়র্টার ফাইনালের প্রথম পর্বে পিএসজি ৩-২ গোলে বায়ার্ন মিউনিখকে এবং চেলসি ২-০ গোলে পোর্তোকে পরাস্ত করল।

৭ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন