আন্তর্জাতিক
- বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরনার্থীদের শিবিরে জঙ্গিনেতা মোহাম্মদ হাসিমকে হত্যা করা হয়েছে। পাক মদতে তৈরি হওয়া আরাকান রোহিঙ্গা `আরসা’ জঙ্গিদের দ্বিতীয় শীর্ষ নেতা তিনি। গত ২ মাসের মধ্যে মানবাধিকার কর্মী মুহিবুল্লাহ ছাড়াও ৬ জনকে হত্যার অভিযোগ উঠেছিল আরসা-এর বিরুদ্ধে। প্রসঙ্গত, কক্সবাজার শরনার্থী শিবিরে ৭ লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন।
- আফগানিস্তান নিয়ে নয়াদিল্লির ডাকা বৈঠকে অংশ নেবেন না বলে জানালেন পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা মইদ ইউসুফ। শ্রীনগর-শরজা উড়ানে ভারতীয় বিমানগুলিকে পাক আকাশসীমা ব্যবহারের অনুমতিও প্রত্যাহার করা হল। আফগানিস্তানে ভারত যে ৫০ হাজার মেট্রিক টন গম স্থলপথে পাঠাতে চেয়েছে তার অনুমতিও দেয়নি পাকিস্তান।
জাতীয়
- করোনা প্রতিষেধক কোভ্যাক্সিনকে জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমোদন দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি ৭৮ শতাংশ কার্যকর বলে জানানো হয়েছে।
- আগামী ৬ ডিসেম্বর ভারত-বাংলাদেশ মৈত্রী দিবসে বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে আমন্ত্রণ জানালো ভারত।
খেলা
- টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ৬৬ রানে আফগানিস্তানকে ও নিউজিল্যান্ড ১৬ রানে স্কটল্যান্ডকে হারালো।
- ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ নির্বাচিত হলেন রাহুল দ্রাবিড়।
বিবিধ
- পেট্রোল ও ডিজেলে যথাক্রমে প্রতি লিটারে ৫ ও ১০ টাকা করে উতপাদন শুল্ক কমালো কেন্দ্রীয় সরকার। গতবছর ওই দুই পণ্যে যথাক্রমে ১০ ও ১৩ টাকা উতপাদন শুল্ক বাড়ানো হয়েছিল।
- অক্টোবরে পরিষেবা সূচক বেড়েছে ৫৮.৭ শতাংশ যা গত সাড়ে দশ বছরে সর্বোচ্চ।