কারেন্ট অ্যাফেয়ার্স ৪ নভেম্বর ২০২১

547
0
daily current affairs
Courtesy: The Hindu

আন্তর্জাতিক
  • বিশ্বের প্রথম দেশ হিসেবে `মলনুপিরাভিয়ার’ ট্যাবলেটকে স্বীকৃত জানাল ব্রিটেন। এটি কোভিডের ওষুধ। ব্রিটেনে এটি মিলবে `ল্যাগেভরিও’ নামে। নির্মাণকারী সংস্থা মার্ক।
  • দীপাবলিতে সরকারি ছুটি ঘোষণার জন্য মার্কিন কংগ্রেসে বিল আনলেন সাংসদ ক্যারোলিন বি মালোনি।
  • ২০৩০ সালের মধ্যে চিন অন্তত ১০০০টি নতুন পরমাণু অস্ত্র নির্মাণ করছে বলে জানালো পেন্টাগন।

 

জাতীয়
  • কোভ্যাক্সিন প্রতিষেধককে ছাড়পত্র দিল মার্কিন যুক্তরাষ্ট্র। একদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে কোভ্যাক্সিন।
  • দীপাবলিতে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে সেনাবাহিনীর জওয়ানদের সময় কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • পশ্চিমবঙ্গের প্রবীণ রাজনীতিক সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত হলেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। ২৫ বছর বয়সে তিনি প্রথমবার বিধায়ক হন। ১৯৭২ সালে ২৬ বছর বয়সে প্রথমবার মন্ত্রী হয়ে তিনি কনিষ্ঠ মন্ত্রী হওয়ার রেকর্ড গড়েছিলেন। ২০০০ সালে কলকাতার মেয়র হন।

 

খেলা
  • বেলগ্রেডে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৫৪ কেজি বিভাগে ব্রোঞ্চ পদক পেলেন ভারতের আকাশ কুমার। এই নিয়ে সপ্তম কোন ভারতীয় বক্সার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে পদক জিতলেন।
  • টি টোয়েন্টি বিশ্বকাপে ৮ উইকেটে বাংলাদেশকে হারানো অস্ট্রেলিয়া ১৯ রানে ৫ উইকেট নিলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। অন্য ম্যাচে শ্রীলঙ্কা ২০ রানে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে। গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ কার্যত ছিটকে গেল প্রতিযোগিতা থেকে।

 

বিবিধ
  • ভারতের জাতীয় ফুল পদ্ম এবং মহাত্মা গান্ধীর বানী সম্বলিত ৫ পাউন্ডের স্মারক মুদ্রা নির্মাণ করেছে ব্রিটেনের রয়্যাল মিন্ট। তার উদ্বোধন করলেন ব্রিটেনর কোষাগার প্রধান ঋষি সুনক।

 

৩ নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন