কারেন্ট অ্যাফেয়ার্স ১২ নভেম্বর ২০২১

890
0
daily current affairs

আন্তর্জাতিক
  • রাশিয়ায় করোনার প্রকোপ ক্রমশই বাড়ছে। এক মাসে ৪৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে. জার্মনিতেও সঙ্কট। আশঙ্কা শীত পড়ার সঙ্গে সঙ্গে গোটা ইউরোপ জুডেই এক আতঙ্ক ছডিয়ে পডেছে।উল্লেখ্য, ৮৫ শতাংশ টিকাকরণ হয়ে গেলেও সংক্রমণ বাড়ছে।
  • আমেরিকান সাংবাদিক ড্যানি ফেনস্টারকে ১১ বছরের কারাদণ্ড দিল মায়ানমারের সামরিক আদালত। ৩৭ বছরের ড্যানি `ফ্রন্টিয়ার মায়ানমার’ নামে একটি অনলাইন পত্রিকার ম্যানেজিং এডিটর।তাঁকে রাখা হয়েছে ইয়ঙ্গনের কুখাত ইনসেন কারাগারে।
জাতীয়
  • প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত দক্ষিণ ভারতের চেন্নাই। বিস্তীর্ণ এলাকা জলের তলায় গত কয়েক দিন। টাটা ক্ষয়ক্ষতি ও মৃত্যুর খবর ছড়াচ্ছে।
  • সীমান্ত সুরক্ষা বাড়াতে রাজ্যের সঙ্গে বিভাগীয় আলোচনা করতে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। যদিও এই আগমনকে মেনে নিতে পারছে না রাজ্য সরকার।
  • সীমান্ত ঘেঁষা সাতভাণ্ডারি গ্রামে বিসিএসেপর গুলি চালানোয় তিন জনের মৃত্যু হয়েছে? সীমান্ত রক্ষী বাহিনীর দাবি গরু পাচারকে কেন্দ্র করেই ওই গুলি।
  • রাজ্যে আগামী বছরের এপ্রিল মাসে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কথা ঘোষণা করা হল। খুব শীঘ্রই সময়সূচি জানানো হবে।
  • সারা দেশ জুড়ে নেওয়া হল ন্যাস পরীক্ষা।

 

খেলা
  • ১৯৬৬ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের মিডফিল্ডার রন ফ্লাওয়ারর্স প্রয়াত হনে। দেশের জার্সিতে খেলেছিলেন ৪৯টি আন্তর্জাতিক ম্যাচ।
  • দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসাবে ২০২২ কাতার বিশ্বকাপে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল ব্রাজিল। সাও পাওলোয় নেমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়ররা ১-০ গোলে হারাল কলম্বিয়াকে।
  • তিনি ভারতীয় মহিলা ফুটবল দলের `দুর্গা’। সদ্য সম্মানিত হয়েছেন দেশের পদ্মশ্রী সম্মানে। প্রথম কোনো ভারতীয় মহিলা ফুটবলার হিসাবে এই সম্মান পেয়েছেন বেমবেম দেবী।

 

বিবিধ
  • ১১৬ বছরের মধ্যে রেকর্ড তুষারপাত  হল চিনের কিছু অংশে। চিনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে কয়েক দিন বিদ্যুৎ–সংকট দেখা দিয়েছে। লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনইয়াংয়ে গড়ে ৫১ সেন্টিমিটার বা ২০ ইঞ্চি তুষারপাত হয়েছে।
  • ভারত সহ সারা বিশ্বে সেনসেক্স উঠল ৭৬৭ পয়েন্টে। থামল ৬০,৬৮৬.৬৯ অঙ্কে। নিফটি ২২৯ পয়েন্ট উঠ ১৮,০০০ পার করল।