আন্তর্জাতিক
- গ্লাসগোয় সঠিক সময়ে শেষ হল না আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন (সিওপি ২৬)। গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা গড়াল পরের দিন অবধি। উল্লেখ্য, দু সপ্তাহ ধরে চলছে গ্লাসগো জলবয়ু সম্মেলন।
- ৪৮টি দেশে `স্পুটনিক ভি’ রুশ টিকা ব্যবহার করা হলেও জানা গিয়েছে স্পুট ভি এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র ছাড়পত্র নাকি মেলেনি।এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তদন্ত শুরু করেছে।
- আন্তর্জাতিক আইন কমিশনে নির্বাচিত হলেন ভারতের প্রতিনিধি বিমল প্যাটেল। ১৯২টি দেশের মধ্যে ১৬৩ টি দেশর ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। দক্ষ শিক্ষাবিদ, আইনবিদ ও প্রশাসক হিসেবে পরিচিত বিমল প্যাটেল ভারতের ২১ তম আইন কমিশনের সদস্য ছিলেন।
জাতীয়
- মণিপুরে জঙ্গি হামলায় সপরিবারে প্রাণ হারালেন বিপ্লব ত্রিপাঠী নামে অসম রাইফেলসের এক কমান্ডান্ট। স্ত্রী কন্যা সহ সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চার জন জওয়ানেরও মৃত্যু হয়েছে। হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন পিপলস লিবারেশন আর্মি অব মণিপুর এবং নাগা জঙ্গি গোষ্ঠী মণিপুর নাগা পিপলস ফ্রন্ট।
- রাজধানী দিল্লি ভয়ানক বায়ুদূষণের শিকার।সমস্ত স্কুল সাত দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। অফিসের কাজকর্মও গৃহে বসে করতে বলা হয়েছে। তিন দিন সমস্ত নির্ণাণ কাজ বন্ধ রাখর নির্দেশ দিয়েছে প্রশাসন।
- মহারাষ্ট্র ও ছত্তীশগঢের সীমানায় গড়চিরেZৈলিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২৬ জন মাওবাদীর মৃত্যু হল। ভোর ছটা থেকে বিকেল চারটে পর্যন্ত লড়ই চলে। এত দীর্ঘ সময় ধরে লড়াই এরা আগে হয়নি।
- দেশের ১৯টি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের পরামর্শ মেনে ৮,৪৫৩.৯২ কোটি টকা মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার। যার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার পেয়েছে ৮২৮.০৬ কোটি টাকা।
খেলা
- হিটম্যান’ হিসেবে পরিচিত রোহিত শর্মার ব্যাটকে স্মারক হিসেবে সিএবির সংগ্রহশালায় রাখতে উদ্যোগী হল। উল্লেখ্য ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে ১৭৩ বলে ২৬৪ রান করেছিলেন `হিটম্যান’ রোহিত শর্মা। যার মধ্যে ৩৩টি ৪ ও ৯টি ছয় ছিল।
বিবিধ
- এবারে শান্তিপুরের তাঁতশিল্পী বীরেন্দ্র কুমার বসাক তাঁর তৈরি শাডির জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। একটি চা-চক্রে শিল্পী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তঁর তৈরি একটি জামদানি কাজে বোনা হ্যাঙ্গিং উপহার দেন।Zে