কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ নভেম্বর ২০২১

623
0
RRB Technician Recruitment 2024

আন্তর্জাতিক
  • মতান্তরের মধ্যেই গ্লাসগোয় চূড়ান্ত হল জলবায়ু সম্মেলন। প্রায় ২০০টি দেশ দু সপ্তাহ ধরে আলোচনার পর চুক্তি সই করেছে। গ্লাসগোয় জলবায়ু সম্মেলনে এই প্রথম জলবায়ু রক্ষায় কয়লার ব্যবহার বন্ধের ওপর আলোচনা হল।
  • যুদ্ধাপরাধের শিকার আমেরিকা। প্রকাশিত সংবাদে গোপন নথি থেকে জানা গিয়েছে ২০১৯ সালে জঙ্গি গোষ্ঠীকে রুখতে আমেরিকা সিরিয়ায় যে হানা চালিয়েছিল তাতে নিরাপরাধ ৬৪ জন মহিলা ও শিশুর মৃত্যু হয়েছিল।এটা যুদ্ধাপরাধের সমান।
  • ইউরোপে নেদারল্যান্ডস, জার্মানি সহ অধিকাংশ দেশে টিকাকরণ ৮০ শতাংশ শেষ হয়ে গেলেও করোনা সংক্রমণ থামছে না। গত এক সপ্তাহে ২০ লক্ষ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ হজার মানুষ মারা গিয়েছেন।
  • সহপাঠীর প্রেমে পড়া এবং বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্বামী কেই কোমুরের সঙ্গে দেশ ছাড়লেন জাপানের রাজকন্যা মাকো। আপাতত নবদম্পতির ঠিকানা আমেরিকা।
জাতীয়
  • এবার থেকে সিবিআই ও ইডির ডিরেক্টররাও পুরো পাঁচ বছর গদিতে থাকতে পারবেন। এমনই সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় সরকারের। এ জন্য জরুরি অধ্যাদেশ জারি করা হয়েছে।
  • এদিন ছিল শিশু দিবস এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহরুর জওহরলাল জন্মদিন। এই উপলক্ষ্যে সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত সভায় শ্রদ্ধা জানাতে কোনো বিজেপি নেতাই উপস্থিত ছিলেন না।

 

খেলা
  •  গত এক মাসের টি টোয়েন্টি বিশ্বাকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বজয়রে সম্মান আদায় করে নিল অস্ট্রেলিয়া। এটাই অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বকাপ জয়। ৪৮ বলে ৮৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেও জয় পেল না অধিনায়ক কেন-এর নিউজিল্যান্ড। জয় পেল অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা হয়েছেন মিচেল মার্শ।
  • তৃতীয় মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে পাঁচ হাজার রান পূর্ণ করলেন ওয়েস্ট ইন্ডিজের স্টোফানি টেলর।
  • বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ফ্রন্স কাজাখস্তানকে ৮-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের ছাড়পত্র আদায় করে নিল। কিলিয়ান এমবাপে একাই করলেন চার গোল।
 বিবিধ
  • করোনা আক্রান্ত হয়ে আমেরিকার নেব্রাস্কার একটি চিড়িয়াখানায় মৃত্যু হল তিনটি বিরল প্রজাতির তুষার চিতা বাঘের। রানি, এভারেস্ট ও ম্যাকেলি ছিল এই চিড়িয়াখানার সম্পদ।
  • আপাতত সাতদিন রাত সাড় ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত যাবতীয় আসন সংরক্ষণ বন্ধ থাকবে। করোনার কারণে রেলের নতুন নিয়মে ফিরে আসতে এই সিদ্ধান্ত।