কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ নভেম্বর ২০২১

744
0

আন্তর্জাতিক

  • করোনার নতুন স্ট্রেন ডেলটার সংক্রমণে চিনে গত ১৩০৮ জন সংক্রমিত হয়েছেন। আতঙ্কিত দেশের একাংশ। উল্লেখ্য, গত ২০১৯ সালে ডিসেম্বরে চিনের উহানে প্রথম ধরা পডে করোনা ভাইরাস।
  • কাবুলে যাত্রীবাহী বাসে বিস্ফোরণে ২০ জন মারা গিয়েছেন। হামিদ সাইগনি নামে একজন সাংবাদিকেরও মৃত্যু হয়েছে। অন্য দিকে মুক্তি পেলেন মায়ানমারে কারাবন্দি আমেরিকান এক সাংবাদিক। যাকে মায়ানমার জুনটা সরকার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েও ফিরিয়ে নেয়।
    উচ্চশিক্ষায় সেরা পছন্দ আমেরিকা। সদ্য প্রকাশিত এক তথ্যে তা জানা গিয়েছে। বিদেশি পড়ুয়াদের মধ্যে ২০ শতাংশই ভারতীয়।

জাতীয়

  • মেঘালয়েই বদলি হলেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের বদলির বিরুদ্ধে মদ্রাজ হাইকোর্টের প্রায় ২০০ আইনজীবী ও ৩১ জন প্রবীণ আইনজীবী পথে নেমে প্রতিবাদ জানান। পুনর্বিচেনা জানিয়ে আবেদন করা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও কলেজিয়ামের কাছে। অন্যদিকে মেঘালয়ে প্রথম বাঙালি বিচারপতি হলেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
  • মণিপুরে অসম রাইফেলসের জওয়ান শ্যামল দাসকে মুর্শিদাবাদে কফিন বন্দি করে আনা হল শোক জ্ঞাপনের জন্য।
  • পশ্চিমবঙ্গে চালু হল `দুয়ারে রেশন’ প্রকল্প। চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেশন ডিলাররা নির্দিষ্ট সময়ে তাঁদের এক্তিয়ারে থাকা উপভোক্তাদের গৃহে গিয়ে সামগ্রী সরবরাহ করবেন।
    করোনার কারণে দীর্ঘ ২০ মাস বন্ধ থাকার পর কোভিড বিধি মেনে পশ্চিমবঙ্গের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খুলছে কাল থেকে।

    খেলা

  • বিশ্বকাপ টি টোয়েন্টি শেষ হওয়ার পরে আইসিসি সেরা একাদশ ঘোষণা করল। তার নেতা হিসেবে বাছা হল বাবর আজমকে। কোনো ভারতীয় ক্রিকেটার তালিকায় নেই।
  • সার্বিয়ার কাছে হেরে বিশ্বকাপ অভিযানে বড় ধাক্কা খেল পর্তুগাল।
  • মণিকা বাত্রাকে নির্দোষ প্রমাণ করতে সর্বভারতীয় টেবল টেনিস সংস্থাকে নির্দেশ দিল দিল্লি আদালত।
  • মেয়েদের জুনিয়র বিশ্বকাপ হকিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন লালরেমসিয়ামি। ২১ বছরের এই হকি খেলোয়াড় টোকিয়ো অলিম্পিক্সে পাঁচ বার সদস্য ছিলেন।

বিবিধ

  • প্রয়াত হলেন বিশিষ্ট কথা সাহিত্যিক হাসান আজিজুল হক । বাংলাদেশি এই সাহিত্যিকের বয়স হয়েছিল ৮২ বছর। অবিভক্ত বর্ধমান জেলার যবগ্রামে জন্মেছিলেন তিনি। পরবর্তীতে পাকাপাকি ভাবে রাজশাহী চলে যান। ৩৪ বছর রাজশাহি বিশ্ববিদ্যলয়ে অধ্যাপনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে `বঙ্গবন্ধু’ চেয়রটি অলঙ্কৃত করেছেন। সাহিত্যের জন্য পেয়েছেন অসংখ্য পুরস্কার। তিনি ১৯৭০ সালে `বাংলা একাডেমি সাহিত্য’ পুরস্কার, ১৯৯৯ সালে `একুশে পদক’ ও ২০১৯ সালে স্বধীনতা পুরস্কারে ভূষিত হন। অসংখ্য গল্প ও কয়েকটি ইউপন্যাস লিখেছেন। `আগুন পাখি’র জন্য পেয়েছিলেন আনন্দ পুরস্কার।