আন্তর্জাতিক
- সম্প্রতি এক চঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যেখানে বলা হচ্ছে আমেরিকায় খাদ্য সংকট দেখা দিতে পারে। সেখানে নাকি ১ লক্ষ ৬০ হাজার সেনা খাদ্যাভাবে রয়েছেন।একটি আমেরিকান স্বেচ্ছাসেবী সংস্থার রিপোর্টকে উল্লেখ করা হয়েছে। সংগঠনটি ২০ টি ফুড ব্যাঙ্ক রয়েছে। এক আধিকারকি বলেছেন, `চমকে যাওয়ার মতো। কিন্তু সত্যি!
১১ জঙ্গিকে গ্রেপ্তার করল তালিবান। আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকে নানা জায়গায় হামলা ও অপরাধে অভিযোগ উঠেছে আইসিস অথবা আইএস-কে জঙ্গি গোষ্ঠীর দিকে। বেশ কয়েকটি জায়গা থেকে সন্দেহভাজন আইসিসকে গ্রেপ্তার করেছেন তালিবান।
এবার থেকে দাতব্য থেকে আয়কেও জিএসটি দিতে হবে বলে জানাল অথরিটি ফর অ্যাডভ্যান্সড রুলিং ( এএআর)
জাতীয়
- পশ্চিমবঙ্গে গ্রুপ কর্মী নিয়োগের মামলায় হাইকোটে তীব্র তিরস্কারের মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন।চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের প্রেক্ষিতে হইকোর্টে এই কর্মীদের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে।
- দূর পাল্লার ট্রেনে সাধারণ শ্রেণির কামরা তুলে দিয়ে সেই জায়গায় সম্পূর্ণ বাতানুকূল কামরার কথা ভাবছে রেল। রেলের তরফে বলা হয়েছে যাত্রীসাধারণকে স্বাচ্ছন্দ্য দিতেই রেস এই পথে হাঁটেছে। উল্লেখ্য, দুরন্ত, শতাব্দী, বন্দে ভারত, তেজসের মতো প্রথম সারির কয়েকটি ট্রেন ছাড়া সব ট্রেনেই দ্বিতীয় শ্রেণির কামরা রয়েছে। যে সব ট্রেন ১৩০ কিমি বেগে ছোটে সেগুলিতেই নতুন চিন্তাভাবনা চলছে।
খেলা
- অনিল কুম্বলের পর আইসিসির ক্রিকেট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কুম্বলে টানা ন’বছর এই দায়িত্বে ছিলেন।
- অস্ট্রেলিয়ার মাটিতে দাপটে দুরন্ত সেঞ্চুরি করলেন ভারতের মেয়ে স্মৃতি মান্ধানা। ৬৪ বলে অপরাজিত ১১৪ রান। মান্ধানাই হলেই প্রথম ভরতীয় মহিলা ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে সেঞ্চুরি করলেন।
- বিশ্বকাপ ফুটবলে যোগ্যতা পর্যায় উঠল নেদারল্যান্ডস। নরওয়েকে ২-০ গোলে হারিয়ে ডাচরা কাতারে খেলার সুযোগ পেল। ইউরোপ থেকে সরাসরি বিশ্বকাপে খেলবে বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, সার্বিয়া, স্পেন ও সুইতজারল্যান্ড।
বিবিধ
- কাশ্মীর নিয়ে বৈঠক সেরেই আবার গৃহবন্দি হলেন মেহবুবা মুফতি। ফের উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু- কাশ্মীর।
- ৪৪টি আদিবাসী অধ্যুষিত জেলায় সড়ক তৈরি, মোবাইল ফোর-জি মোবাইল টাওয়ার তৈরি করতে ৪০ হাজার কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার।
- বিড়ালের চিতকারে নিকাশি নালা থেকে মুম্বই পুলিশ উদ্ধার করল এক সদ্যোজাতকে।
- গ্লাসগো পরিবেশ সম্মেলন থেকে ফিরে ৩০০ জন পজিটভ করোনায় আক্রান্ত হয়েছেন।