কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ নভেম্বর

730
0
daily current affairs

আন্তর্জাতিক

  • টিকাকরণের গতি বাড়ালেও একদিনে ৬৫,৬৭১ জন করোনায় আক্রান্ত। জার্মানিতে বর্তমানে করোনা পরিস্থিতি উদ্বেগজনক।
  • পাকিস্তানে লাগাম ছাড়া ধর্ষণ ও নারী নির্যাতনের কারণে কঠোর আইন আনছে পাকিস্তান সরকার। ধর্ষণের সাজা দিতে রাসায়নিক পদ্ধতিতে পুরুষত্ব হরণ করা হবে বলে জানানো হয়েছে। পার্লামেন্টে এই বিলটি পাশ হয়ে গিয়েছে।
  • বিশ্বে করোনা পরিস্থিতি মৃত ৫১,৪৪,৫৮৩, আক্রান্ত ২৫,৬১,৮১,০৭৬ সুস্থ ২৩,১৪,০৮,৩৪৯ ।
  • কাঁটা তারের বিভেদের ঊর্ধ্বে উঠে জরুরি ভিত্তিতে খাবার, ওষুধ সহ ত্রাণসামগ্রী পাঠাতে প্রস্তুত ভারত।

 

 জাতীয়
  • সিবিএসই এবং আইসিএসইর দশম দ্বাদশ শ্রেণির প্রথম টার্মের পরীক্ষা অনলাইনে হবে না। বৃহস্পতিবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।
  • পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনে বেনিয়ম ভাবে গ্রুপ ডি কর্মী নিয়োগ করার জন্য আদালতে স্কুল সর্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্যদকে কঠোর সমালোচনার মুখ পড়তে হয়েছে। মামলাটি বিচারাধীন।
  • সিপ ট্রাঙ্ক ফোন চক্র । বিদেশের টেলিফোন কলকে স্থানীয় কল হিসেবে দেখিয়ে অবৈধ ব্যবসা করার অপরাধে জিশাদ একে এবং মহম্মদ রিয়াজ নামে দুই চক্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

খেলা
  • রেলওয়ে এফসিকে ১-০ গোলে হারিয়ে ৪০ বছর পর মহমেডান কলকাতা লিগ চ্যাম্পিয়ন হল।
  • প্রকাশ পাড়ুকোনকে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের পক্ষ থেকে এ বছর জীবনকৃতী সম্মান দেওয়ার কথা ঘোষণা করল ফেডারেশন।
  • ব্রাজিলে আসন্ন চার দেশীয় প্রতিযোগিতার জন্য ভারতের মহিলা ফুটবল দলের অধিনায়ক নির্বাচিত হলেন আশালতা দেবী।
  • সুপার ওভারে হেরে সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে থেকে বিদায় নিল বাংলা।একই দিনে দুর্ভাগ্যজনকভাব হেরে বিদায় নিল বাংলার মেয়েরা। উ্লেখ্য, বৃষ্টির কারণে জাতীয় ওয়ান ডে প্রতিযোগিতার সেমিফইনাল বৃষ্টিতে ভেস্তে যায়। রান রেটে পিছিয়ে মেয়েদের যাত্রা থেমে গেল।

 

বিবিধ
  • রাষ্ট্রপুঞ্জের সাংস্কৃতিক এবং শিক্ষা সংক্রান্ত সংগঠন ইউনেস্কোর এগজিকিউটিভবোর্ডে পুনর্নির্বিাচিত হল ভারত।
  • বন্যায় ভেসে গিয়েছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদশের বিস্তীর্ণ অঞ্চল। পরিস্থিতি সামাল দিতে সেনা নামানো হয়েছে। ১৮ হাজার মানুষ ঘরছাড়া।