আন্তর্জাতিক
- ৮৫ মিনিটের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে ইতিহাস সৃষ্টি করলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। ভাইস প্রেসিডেন্ট হয়ে নজির সৃষ্টি করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রুটিন চেক আপের জন্য কোলোনোস্কোপি করা হয়। সেই সময়ের জন্য প্রেসিডেন্ট হয়েছিলেন কমলা হ্যারিস।
- আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র ঘোষণা করেছে আগামী বছর এপ্রিল মাসে স্পেসএক্স মিশনের অন্যতম অভিযাত্রী হচ্ছেন এক নারী জেসিকা ওয়াটকিন্স। এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ মহিলা মহাকাশে পাডিড় দেবেন। এর আগে ১৯৯৮ সালের নভেম্বর মাসে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছিল।
- করোনা ভাইরাসের উতসস্থল নিয়ে নতুন তথ্য দিলেন ইউনিভার্সিটি অব অ্যারিজোনার বিজ্ঞানী গবেষক মাইকেল ওবোরে। তিনি এক জার্নালে লিখেছেন উহানের গবেষণাগার নয়, একটি বাজারের এক বিক্রেতা মহিলাই প্রথম আক্রান্ত হয়েছিলেন ডিসেম্বর মাসে। অনেক বিজ্ঞানী এই মত মেনেছেন।
জাতীয়
- বহু বিতর্কিত কেন্দ্রীয় তিন কৃষি আইন বিল প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার।গত এক বছর ধরে চলা এই বিলের প্রতিবাদে পথে নেমেছিলেন এক শ্রেণির কৃষক ও কৃষিজীবী মানুষ। কৃষি আইনের প্রত্যাহারের প্রতিবাদ প্রথম শুরু হয়েছিল পাঞ্জাবের র থেকে গত বছর ২৬ নভেম্বর। সেই আন্দোলন দিল্লির রাজপথ অবধি জমায়েত হয়েছিল। ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে এই আন্দোলনের মধ্যবর্তী সময়ে প্রায় ৭০০র বেশি মানুষের মৃত্যু হয়েছে নানা কারণে। প্রধান নেতৃত্ব দিয়েছেন সমাজকর্মী কৃষক নেতা রাকেশ টিকায়ত।
খেলা
- শুরু হল ইন্ডিয়ান সুপার লিগ। এদিন বড় দিয়েই আইএসএলে অভিযান শুরু করল এটিকে মোহনবাগান। জোড়া গোল করলেন হুগো বুমোস। কেরলের বিরুদ্ধে ৪-২ গোলে জয়ী হল এটিকে–মোহনবাগান।
- ইন্দোনেশিয়া মাস্টার্সের সেমিফাইনালে উটলেন পিভভি সিন্ধু ও কিদম্বি শ্রীকান্ত। একচেটিায় দাপট দেখিয়ে সিন্ধু স্ট্রে গেমে হারালেন তুরস্কের নেলসিহান ইগিতেকে।
- সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন এ বি ভিলিয়ার্স। আইপিএলেও তিনি আর খেলবেন না।
- এক মহিলা সহকর্মীকে আপত্তিকর মন্তব্য ও অশালীন বার্তা পাঠানোর অভিযোগে দলের নেতৃত্ব থেকে সরে যেতে হল অস্ট্রেলীয় ক্রিকেটার টিম পেনকে।
বিবিধ
- ক্রিপ্টো কারেন্সি বা বিটকয়েন ডিজিটাল মুদ্রা হিসেবে ব্যবহৃত হচেছ বহু দেশে। এমনকী ভারতেও। সরকার আইনী স্বীকৃতি দিয়ে এই মুদ্রার আয় থেকে কর বসানোর ভাবনা চিন্তা করছে কেন্দ্র।
- অস্টেরিলায়ার ক্রিসমাস দ্বীপে গাডিড় চলাচল বন্ধ হয়ে গেল লক্ষ লক্ষ লাল কাঁকড়ার পথ জুডেড় থাকার কারণে। প্রতি বছর এই সময় নাকি লাল কাঁকড়ারা দলবেধেঁ জলের কাছাকাছি ছুটে যায়।
- একটি নেশার তরল পানীয়ের নাম `ঝুমুর’ রাখ হয়েছে। এতে প্রবল আপত্তি জানিয়ে প্রতিবাদে নামার হুমকি দিয়েছ ঝুমুর শল্পী ও কুড়মি সমাজ।
- জমা জল, বাতাসে ধূলকণার কারণ দূষণের কারণে প্রতি বছর ১ কোটি টকার মতে আর্থিক ক্ষতি হয়।