কারেন্ট অ্যাফেয়ার্স ২০ নভেম্বর ২০২১

664
0
daily current affairs

আন্তর্জতিক
  • মহাকাশে বর্জ্য পদার্থের কারণে বিজ্ঞানীদের কপালে ভাঁজ ফেলেছে। মহকাশে গ্যাস স্টেশনের কথা ভাবতে শুরু করেছেন তাঁর। অস্ট্রেলিয়ার নিউম্যান স্পেস সতর্ক বার্তা দিয়েছে। নিউম্যান স্পেস জানিয়েছে মহাকশে তারা `বৈদ্যুতিক প্রপালশন সিস্টেম’ তৈরি করবে।
  • লিবিয়ার উপকূলে কমপক্ষে ৭৫ জন অভিবাসন যাত্রী বা শরণার্থী মানুষ জলে ডুবে মারা গিয়েছেন। শরণার্থী বোঝাই নৌকাটি ইউরোপের উদ্দেশে পাড়ি দিয়েছিল। জাতি সংঘের পরিসংখ্যান অনুযায়ী এ বছর এ পর্যন্ত ১ হাজার শরণার্থীর ভূমধ্য সাগরে ডুবে মৃত্যু হয়েছে।
  • চিন বার বার মানবধিকার লঙ্ঘন করছে এই অভিযোগ জানিয়ে আমেরিকা আগামী বছর বেজিং অলিম্পিক্সে যোগ নাও দিতে পারে বলে জানিয়েছে।
  • এক সময় যেখানে জাহানদেহ নদী ছিল এখন সেখানে পরিবেশের কারণে শুকনো মাঠ। নদী ফিরিয়ে দেূবার দাবিতে উত্তপ্ত হয়েছে ইরানের কৃষিজীবী মানুষ। তারা স্লোগান তুলেছেন, `আমাদের ইস্পাহানকে তার শ্বাস ফিরিয়ে দাও, জায়নদেহ রুদ ফিরিয়ে দাও’।

 

জাতীয়
  • হাওড়ার সালকিয়ায় এক শিশু সুরক্ষা হোমে পাচার চক্র ও যৌন নির্যাতন চালানোর অভিযোগে ৯ জনকে ঘ্রেপ্তার করল পুলিশ। রয়েছেন সমজকল্যণ দপ্তরের ডেপুটি মর্যাদার একজন পদস্থ আধিকারিক সহ এই হোম পরিচালনার দায়িত্বে থাকা প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারীর পুত্রবধূ।
  • ১ জানুয়ারি পালিত হবে স্টুডেন্ট ডে রাজ্য সরকার ওই দিবস উপলক্ষ্যে বিভিন্ন জেলায় অন্তত ২০ হাজার ছাত্রছাত্রীর হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে।
  • বৃষ্টিতে বেহাল অন্ধ্রপ্রদেশ। এ পর্যন্ত মারা গিয়েছেন ২৯। বিপন্ন মানুষের উদ্ধারকার্যে নেমেছে এনডিআরএফ ।বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের জেরে তামিলনাড়ুতে বহু মানুষ এখনও জলবন্দি।

 

খেলা
  • প্রকাশিত হল আইএফএ শিল্ডের ক্রীড়াসূচি। ২৪ নভেম্বর ইস্টবেঙ্গল মাঠে হবে উদ্বোধনী ম্যাচ। রিয়ল কাশ্মীর খেলবে ইন্ডিয়ান অ্যারেজ-এর সঙ্গে। ফাইনাল খেলা হবে ১৫ ডিসেম্বর। চারটি গ্রুপে তিনটি করে দল রয়েছে।
  • আর্জেন্টিনীয় তারকা ফুটবলার সের্খিয়ো আগুয়োরো হৃদযন্ত্রে সমস্যার কারণে ফুটবল থেকে পুরোপZিরি বিদায় নিতে চলেছেন সম্ভবত। সেপ্নের একটি সংবাদপত্র এ কথা জানিয়েছে।

 

বিবিধ
  • করোনায় দৈনিক মৃত্যু শূন্য ছুঁল বাংলাদেশে। এক বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। তব করোনা সংক্রমিত হয়েছে ১৭৮ জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৭৯৪৭।
  • বিতর্কিত মন্তব্যের কারণে অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছে দিল্লি শিখ গুরুদোয়ার ব্যবস্থাপনা কমিটি। অভিযোগ অভিনেত্রী শিখ সম্প্রদায়কে `খলিস্তান সন্ত্রাসবাদী’ বলেছেন।
  •  কারাকাসে প্রায় ১৩ হাজার যন্ত্রশিল্পীএকসঙ্গে সুরের মূর্চ্ছনা তুলে গিনেস বুক অব ওয়ার্ল্ড নাম তুলল তুলল লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা।