কারেন্ট অ‍্যাফেয়ার্স ২২ নভেম্বর ২০২১

schedule
2021-11-29 | 02:42h
update
2021-11-29 | 02:44h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • কয়লা পুড়িয়ে বিদ্যুত উতপাদন বন্ধ করল পর্তুগাল। পরিবেশ রক্ষায় এই পদক্ষেপ বলে জানানো হল। দেশের শেষ কয়লায় চলা তপবিদ্যুত কেন্দ্র পেগে প্ল্যানটি বন্ধ করে দেওয়া হল। পর্তুগাল হল ইউরোপের চতুর্থ দেশ যরা কয়লা থকে বিদ্যুত উতপাদন বন্ধ করে দিল।
  • ভারত থেকে আফগনিস্তানে খাদ্য ও প্রয়োজনীয় সমগ্রী স্থলপথে পাঠাতে আপত্তি করল না পকিস্তান। শুধু তই নয়, কাবুল থকে চিকিৎসার কারনে ভারতে আসা আফগানিস্তানিদেরও দেশে ফেরার সুযোগ করে দেবে পাকিস্তান সরকার।
Advertisement

জাতীয়

  • সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির শতবর্ষ অনুষ্ঠান পালন উপস্থিত থাকার জন্য পাকিস্তান সেনেটের চেয়ারম্যান মুহাম্মদ সাদিক সঞ্জারানি সহ কমনওয়েলথ দেশগুলির সংসদের অদ্যক্ষদের আমন্ত্রণ জানালেন লোকসভা স্পিকার ওম বিড়লা।
  • দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হলেন ৮৪৮৮ জন।যা গত ৫৩৮ দিনে সর্বনিম্ন। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ১,১৮,৪৪৩ জন। দেশে ৪৩ শতাংশ করোনা প্রতিষেধকর দুটি ডোজ ও ৮২ শতংশ মানুষ একটি করে ডোজ পেয়েছেন।

খেলা

  • সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে চ্যাম্পিয়ন হল তামিলনাড়ু। এদিন ফাইনালে তারা ৪ উইকেটে কর্নাটককে পরাস্ত করল। শেষ বলে ওভর বাউন্ডারি মেরে দলকে জেতালেন শাহরুখ খান। এই নিয়ে তৃতীয়বার এই খেতাব জিতল তামিলনাড়ু। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ খেলা হল।

বিবিধ

  • ধস নামল শেয়ার বাজারে। একদিনে শেয়ার সূচক সেনসেক্সের পতন হল ১১৭০.১২ অঙ্ক। একদিনে লগ্নিকারীদের ৮.২১ লক্ষ কোটি টাকার ক্ষতি হল। নিফটি –র পতন হল ৩৪৮.২৫ অঙ্ক।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.04.2024 - 13:53:24
Privacy-Data & cookie usage: