কারেন্ট অ‍্যাফেয়ার্স ২৩ নভেম্বর ২০২১

616
0
Hindustan Petroleum job vacancy 2023

আন্তর্জাতিক
  • বুলগেরিয়ার বসনেক শহরে একটি বাসে অগ্নিকাণ্ডে ৪৫ জনের প্রাণহানি হল। উত্তর ম্যাসিডোনিয়ার পর্যটকরা ছিলেন ওই বাসে।
  • ইতিহাস তৈরি করলেন আর্জেন্টিনার এসপেরানজো শহরের একজন তরুণী। ২০১৩ সালে এডসে আক্রান্ত হয়েছিলেন তিনি। তিনি প্রাকৃতিক ভাবেই রোগমুক্ত হয়েছেন। বিশ্বে প্রথম এই ঘটনা ঘটেছে বলে দাবি করল মার্কিন জার্নাল `অ্যানালস অব ইন্টারন্যাল মেডিসিন’।
জাতীয়
  • `ভারত গৌরব’ প্রকল্পে নির্দিষ্ট পর্যটন সার্কিটে ১৫০টি ট্রেনকে বেসরকারি পর্যটন সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত জানালেন রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণো।
  • নয়া দিল্লিতে ইন্ডিয়া –ইউনাইটেড স্টেটস ট্রেড পলিসি ফোরাম-এর দ্বাদশমন্ত্রী পর্যায়ের বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের ও মার্কিন যুক্তরাষ্ট্রের দুই মন্ত্রী যথাক্রমে পীযূষ গয়াল ও ক্যাথেরিন তাই।
খেলা
  • আইএসএলে চেন্নাইয়িন এফসি ১-০ গোলে পরাস্ত করল হায়দ্রাবাদ এফসিকে।
  • আইসিসি মেয়েদের একদিনের ক্রিকেটে বোলারদের তালিকায় ঝুলন গোস্বামী দ্বিতীয় স্থান এবং ব্যাটারদের তালিকায় মিতালী রাজ তৃতীয় স্থান পেলেন।
বিবিধ
  • যমুনা এক্সপ্রেসওয়ের নাম বদলে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে রাখার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার।
  • আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় মজুত ভাণ্ডার থেকে ৫০ লক্ষ ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত নিল ভারত।