কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ নভেম্বর ২০২১

schedule
2021-12-01 | 06:58h
update
2021-12-01 | 06:58h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • রাশিয়ার কেমোরেভো এলাকায় খনি দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ৫২। উদ্বারকারী দলের ৬ সদস্যের মৃত্যু হয়েছে লিস্তভায়াজনায়ার কয়লা খনির অগ্নিকাণ্ডে। ঘটনার সময় খনিগর্ভে ছিলেন ২৮৫ জন। অনেককে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৪০ জনকে। শ্রমিকদের নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। গ্রেপ্তার করা হয়েছে খনির দায়িত্বে থাকা ৩ জন ম্যানেজরকে।
  • লন্ডনের রাস্তায় ছুরির হামলায় প্রাণ হারালেন ১৬ বছরের ভারতীয় বংশোদ্ভূত শিখ কিশোর অস্মিত সিং।
Advertisement

 

জাতীয়
  • পালিত হল সংবিধান দিবস। প্রসঙ্গত, ১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধান পরিষদে সংবিধান গৃহীত হয়েছিল।
  • নতুন বহুমাত্রিক দারিদ্রসূচকের ভিত্তিতে দেশের রাজ্যগুলির ক্রমতালিকা প্রকাশ করল নীতি আয়োগ। এই তালিকা অনুযায়ী দেশর সব থেকে দরিদ্র তিনটি রাজ্য হল বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ। বিহারের ৯১.৯১ শতাংশ মানুষই দারিদ্র্ সূচকের নীচে রয়েছেন। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন মধ্যপ্রদেশ ও মেঘালয়। পশ্চিমবঙ্গ ও গুজরাটের ক্রম যথাক্রমে দ্বাদশ ও ত্রয়োদশ। তালিকায় সবার নীচে নাম রয়েছে কেরলের।
  • কোভিড পর্বে ২১ মাস পর স্বাভাবিক হচে চলেছে আন্তর্জাতিক উড়ান। ১৪টি দেশ বাদে বাকি সব দেশের সঙ্গে ১৫ ডিসেম্বর থেকে স্বাভাবকি উড়ান শুরু হবে। ওই ১৪ দেশের মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, চিন, ইংল্যান্ড, বাংলাদেশ, জার্মানিও।

 

খেলা
  • কানপুরে অভিষেক টেস্টে শতরান (১০৫) করলেন শ্রেয়স আয়ার। ষোড়শ ভারতীয় হিসাব এই কৃতিত্ব দেখালেন তিনি। ভারত প্রথম ইনিংসে ৩৪৫ রান করল। নিউজিল্যান্ডের সংগ্রহ বিনা উইকটে ১২৯ রান।
  • মহিলাদের ৪ দেশের আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় ভারতকে ৬-১ গোলে হারিয়ে দিল ব্রাজিল।

 

বিবিধ
  • আফগানিস্তানের শরবতগুলাকে শরণার্থী হিসেবে আশ্রয় দিল ইতালি। মার্কিন চিত্রগ্রাহক স্টিভ ম্যাকরি ১৯৮৪ সালে সবুজ নয়না গুলা-র ছবি তুলেছিলেন যা ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকার প্রচ্ছদেছাপ হয়েছিল। সেই ছবিই বিখ্যাত করে দেয় গুলাকে।

 

২৫ নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2024 - 15:51:53
Privacy-Data & cookie usage: