আন্তর্জাতিক
- দক্ষিণ কোরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি তথা স্বৈরাচারি সামরিক একনায়ক চুন দু হাওয়ান প্রয়াত হলেন। ১৯৭৯ সালে তিনি ক্ষমতা দখল করেন। ১৯৮৮ সাল পর্যন্ত তিনি ক্ষমতাসীন ছিলেন। হাওয়ানের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন তাঁর স্ত্রী লি সুন জা।
- ২০১৬ সালে এক সন্তান নীতি বাতিল করেছিল চিন। দেশে তরুণদের সংখ্যা হ্রাস পাওয়ায় উদ্বিগ্ন চিন। ২০২১ সালে তারা তিন সন্তান নীতি চালু করেছে। জনসংখ্যা বৃদ্ধিতে উৎসাহ দিতে এবার তৃতীয় সন্তানের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ১৮৮ দিন করা হল চিনে।
জাতীয়
- কর্নাটকের ধারওয়াড়ের মঞ্জুশ্রীনগরের এমসিএম মেডিক্যাল কলেজে কয়েকদিনের মধ্যে ২৮১ জন কোভিড সংক্রমিত হলেন। রোগী ভর্তি ও পঠন পাঠন বন্ধ করে দেওয়া হল সেখানে। এদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ওমিক্রন প্রজাতির সংক্রমণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসল কেন্দ্রীয় সরকার।
- ২০১৯ সালে ভারতে ১২৭৪৬টি অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা ঘটেছে। ২০১৩ সালের তুলনায় (৪৯৯০টি) তা প্রায় ৪ গুণ। বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের পরই অঙ্গ প্রতিস্থাপনে তৃতীয় স্থানে রয়েছে ভারত। এদিন জাতীয় অঙ্গদান দিবসে এই তথ্য জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মালব্য।
খেলা
- কানপুর টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ২৯৬ রানে। তারা ৯৯ রানে ৯ উইকেট হারালো। ভারতের ২৭ বছর বয়সী বাঁ হাতি স্পিনার অঙ্কর প্যাটেল ৬২ রান দিয়ে ৫ উইকেট নিলেন। এই নিয়ে পঞ্চমবার তিনি ৫ উইকেট পেলেন। টেস্টে অভিষেকের ১ বছরের মধ্যে এই কীর্তি রয়েছে অস্ট্রেলিয়ার রডনি হগের।
বিবিধ
- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে স্নাতক হলেন কনিষ্ঠতম নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফদজাই। কেবল লেখাপড়া চালানোর `অপরাধে’ তাঁকে পাকিস্তানে গুলি করে হত্যার চেষ্টা করেছিল জঙ্গিরা।