আন্তর্জাতিক
- আফগানিস্তানের প্রধানমন্ত্রী পদে বসার পর প্রথমবার সরকারি টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিলেন মো্ল্লা মহম্মদ হাসান আখুন্দ। প্রাক তালিবান যুগে আফগানিস্তানের ৭৫ শতাংশ খরচ মিটত বিদেশি অনুদান থেকে। বর্তমানে আফগান সরকারের ১ হাজার কোটি ডলার আটকে রেখেছে মার্কিন প্রশাসন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সংগঠনগুলির কাছে সহায়তা চেয়েছেন আকুন্দ। অন্যদেশের অভ্যন্তরীণ বিষয়ে তালিবানরা হস্তক্ষেপ করবে না বলেও জানিয়েছেন তিনি।
- সন্তানসম্ভবা জুলি অ্যান জেন্টার গভীর রাতে সাইকেলে চেপে হাজির হলেন হাসপাতাল। তার ঘণ্টাখানেক পরেই এক সন্তানের জন্ম দিলেন নিউজিলান্ড সংসদের সদস্য ৪১ বছর বয়সী জুলি।
জাতীয়
- দক্ষিণ আফ্রিকায় খুঁজে পাওয়া করোনা ভাইরাসের অতি সংক্রামক বি১.১..৫২৯ স্ট্রেইন এর থেকে সতর্ক থাকার জন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করে দিল কেন্দ্রীয় সরকার।
- জম্মুতে আন্তর্জাতিক সীমান্তে মহিলা জওয়ানদের মোতায়েন করল বিএসএফ। পঞ্জাব সীমান্তে আগেই মহিলা জওয়ান মোতায়েন শুরু হয়েছিল।
- সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ হওয়ার আশঙ্কায় কর্নাটকের শিল্পী মুনওয়ার ফারুকির শো বাতিল করে দিল পুলিশ। গত দুমাসে তাঁর বারোটি অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
খেলা
- কানপুর টেস্টে ভারত দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৩৪ রান করে ইনিংস ডিক্লেয়ার করল। প্রথম ভারতীয় হিসাবে শ্রেয়স আয়ার অভিষেক টেস্টে প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসে অর্ধ শতরান (৬৫) করলেন। রবিচন্দ্রন অশ্বিন টেস্টে মোট ৪১৭ উইকেট নিয়ে হরভজন সিংয়ের নজির স্পর্শ করলেন।
- বিশ্ব টেবল টেনস চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে হেরে গেল মনিকা বাত্রা ও-জি সাথিয়ান জুটি।
বিবিধ
- আসন্ন বড়দিনের জন্য ১.৩৯ লক্ষ ডলার খরচ করে ক্রিসমাস ট্রি কিনে এবং আলোকসজ্জায় ১.৭১ লক্ষ ডলার খরচ বরাদ্দ করে বিতর্কে জড়ালেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন।