কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ নভেম্বর ২০২১

846
0
daily current affairs
Courtesy: The New Indian Express

আন্তর্জাতিক
  • ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুনরায় সুইডেনের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন ম্যাগডালেনা আন্ডারসন। সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রীও তিনি। তিনি অর্থনীতিবিদ ও প্রাক্তন সাঁতারু।
  • সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য নেপালের দারচুলা জেলায় ভারতের সহযোগিতায় তৈরি দুটি স্কুলের উদ্বোধন হল।
  • পেরুতে ভূমিকম্পে অন্তত ৭৫ট বাড়ি ধূলিসাত হল। রিখটার স্কেল অনুযায়ী কম্পনের তীব্রতা ছিল ৭.৫।
  • দক্ষিণ আফ্রিকা থেকে অন্তত ১২টি দেশে ছডিয়ে পডেছে করোনার বহু মিউটিশেন হওয়া অতি সংক্রামক ভেরিয়েন্ট `ওমিক্রন’। ৫০টিরও বেশি মিউটেশন ঘটেছে এই স্ট্রেনটিতে। তার মধ্যে ৩০টি স্পাইকে।

 

জাতীয়
  • শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। প্রথম দিনই লোকসভা ও রাজ্যসভায় ধ্বনিভোটে কৃষি আইন প্রত্যাহার বিল পাশ হল। তবে বিরোধীদের দাবি মেনে বিষয়টি নিয়ে আলোচনার কোনো সুযোগ দেওয়া হয়নি সংসদের কোনো কক্ষেই।
  • পেনশনপ্রাপকদের জন্য `ফেস রেকগনিশন’ প্রযুক্তি চালু করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার ৬৮ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মীসহ অন্যান্য পেনশনপ্রাপকরা এই প্রকল্পের আওতায় আসবেন।

 

খেলা
  • কানপুর টেস্ট ড্র হল। দ্বিতীয় ইনিংসে ১৬৫ রানে ৯ উইকেট হারিয়েও ম্যাচ রক্ষা করতে সমর্থ হল নিউজিল্যান্ড। ভারতের শ্রেয়স আয়ার ম্যান অব দ্য ম্যচ হলেন। অভিষেক টেস্টে শতরান ও অর্ধ শতরান করেছেন তিনি। ৮০ টেস্টে ৪১৯ উইকেট শিকার করলেন রবিচন্দ্রন অশ্বিন। যা ভারতীয়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।
  •  মহিলাদের চতুর্দেশীয় ফুটবল প্রতিযোগিতায় চিলি ৩-০ গেলে পরাস্ত করল ভারতকে।
  • ব্যালন ডি-এর পেলে লিওলেন মেসি। এই নিয়ে সপ্তমবার এই সম্মান পেলেন তিনি।

 

বিবিধ
  • টুইটারের সিইও পদে নিযুক্ত হচ্ছেন পরাগ আগরওয়াল। আইআইটি বম্বে এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী পরাগ ২০১১ সালে টুইটারে যোগ দিয়েছিলেন। সংস্থার সিইও পদ থেকে সংস্থার সহকারি প্রতিষ্ঠাতা জ্যাক ডারসি ইস্তফা দেওয়ার পরই পরাগের নিয়োগের সংবাদ প্রকাশিত হল।