কারেন্ট অ্যাফেয়ার্স ১১ এপ্রিল ২০২১

schedule
2021-04-13 | 09:10h
update
2021-04-13 | 09:10h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • সংযুক্ত আরব আমিরশাহীর প্রথম মহিলা মহাকাশচারী হওয়ার জন্য মনোনীত হলেন নোরা আল মাক্রশি। ২৭ বছরের নোরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ৪৩০০ জন আবেদনকারীর মধ্য থেকে তাঁকে বাছা হল। ২০২৪ সালে চাঁদে অভিযান চালাতে চায় তাঁর দেশ, ২১১৭ সালের মধ্যে মঙ্গলে ঘাঁটি গাড়তেও লক্ষ্যমাত্রা নিয়েছে। এবছর নোরা এবং মহম্মদ আলি মুল্লাকে নাসাতে মহাকাশ অভিযানের প্রশিক্ষণ নিতে পাঠাবে সংযুক্ত আরব আমিরশাহি।
  • বিশ্বের বৃহত্তম জলবিদ্যুত্ কেন্দ্র গড়া নিয়ে চিনের প্রকাশিত তথ্য দেখে উদ্বেগ প্রকাশ করলেন পরিবেশবিদরা। তিব্বতের মেডগে ব্রহ্মপুত্র নদের ওপর যে বিশাল জলবিদ্যুত প্রকল্প গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে বছরে দীর্ঘ ও গভীরতম গিরিখাতে বাঁধ তৈরি করে এটি গড়ে তুললে পরিবেশের বিপুল ক্ষতি হবে। ভারতেও জলসঙ্কট দেখা দিতে পারে। প্রসঙ্গত ১৯৯৪-২০১২ সালের মধ্যে `থ্রি গর্জেস’ জলবিদ্যুত প্রকল্প গড়ে তুলেছে চিন। নতুন প্রকল্প তার ৩ গুন। এটি নির্মাণ করবে `পাওয়ার চায়না’ সংস্থা।
Advertisement

 

জাতীয়
  • দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৫২৮৭৯ সংক্রমিত হয়েছেন। দেশে সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১১ লক্ষ ৮ হাজার ৮৭ জন। মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্নাটক, উত্তরপ্রদেশ ও কেরালাতেই দেশের করোনা সংক্রমিতের ৭০ শতাংশ রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
  • মুম্বইয়ে শিল্পপতি মুকেশ আম্বানীর বাড়ির কাছে বিস্ফোরক বোঝাই গাড়ি রাখার মামলায় জাতীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হলেন মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার অ্যাসিস্ট্যান্ট ইনস্পেক্টর রিয়াজ কাজি।
  • দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের সুনির্দিষ্ট প্রস্তাব দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

 

বিবিধ
  • চিনের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় পিকিং বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ ১০০ বছরের পদার্পণ করল। ওই প্রতিষ্ঠানের ইনস্টিটিউট অব ওরিয়েন্টাল স্টাডিজের অধ্যাপক ওয়াং বাংওয়েই জানিয়েছেন, ২০০০ বছর আগে ভারতীয় পণ্ডিত কুমারজীব চিনে সংস্কৃত ভাষার প্রচার করেছিলেন। ২৩ বছর তিনি সেখানে ছিলেন।
  • বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক (৫৯) প্রয়াত হলেন। তিনি একুশে পদক পেয়েছিলেন। তাঁর ২৪টি একক অ্যালবাসের ১৪টি কলকাতা থেকে প্রকাশিত।

 

খেলা
  • প্রো হকি লিগ প্রতিযোগিতায় ভারত পেনাল্টি শ্যুট আউটে ৩-২ গোলে পরাস্ত করল অস্ট্রেলিয়াকে। ম্যান অব দ্য ম্যাচ হলেন হরমনপ্রীত সিং। প্রসঙ্গত, গতবারের অলিম্পিকে সোনা জয়ী দল অস্ট্রেলিয়া
  • আইপিএলে শততম জয় পেল কলকাতা নাইট রাইডার্স। এদিন তারা ১০ রানে হারিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদকে।
  • এল ক্লাসিকোয় জয়ের হ্যাটট্রিক করল রিয়াল মাদ্রিদ। এদিন লা লিগার ম্যাচে তারা ২-১ গোলে পরাস্ত করল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। টানা ৭টি এল ক্লাসিকোয় গোল পাননি লিওনেল মেসি। যদি পরের মরসুমে মেসির বার্সেলোনা ছাড়ার জল্পনা সত্য হয় তাহলে এটিই ছিল তাঁর শেষ এল ক্লাসিকো।

 

 

১০ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.05.2024 - 01:16:51
Privacy-Data & cookie usage: