আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্রে মিশিগানের অক্সফোর্ড হাইস্কুলে এক ভয়াবহ ঘটনা ঘটাল সেখানকারই একজন ছাত্র। একটি পিস্তল নিয়ে গুলি চালাতে শুরু করে সে। ৩ জন ছাত্রছাত্রী নিহত হয়েছে এই ঘটনায়। আরও আটজন গুলিবিদ্ধ হয়েছে।
- ১২০০ বছরের পুরনো একটি মমি উদ্ধার করলন প্রত্নতত্ত্বদিরা। পেরুর রাজধানী লিমা শহরের কাছ থেকে তা পাওয়া গেল।
- বিশ্বের প্রথম তিনটি ব্যয়বহুল শহর হল ইজরায়েলের তেল আভিভ, প্যারিস ও সিঙ্গাপুর। একটি সমীক্ষার রিপোর্টে এই তথ্য জানা গেল।
জাতীয়
- দেশে মাওবাদী হিংসা কমছে বলে সংসদে জানাল কেন্দ্রীয় সরকার। ২০০৯ সালে ২০৫৮ টি হামলা চালিয়েছিল মাওবদীরা। গত বছর তারা ৬৬৫টি হামলা চালিয়েছে।
- অসমে পুলিশি হেফাজতে থাকা কুখ্যাত অপরাধী কালা গুণ্ডা পুলিশের গাডিতেই পিষ্ট হয়ে প্রাণ হারাল। গত ২৯ ডিসেম্বর আসুর নেতা অনিমেষ ভুঁইয়াকে (২৫) পিটিয়ে হত্যার অভিযোগে তাকে আটক করেছিল পুলিশ।
- দিল্লির আপ সরকার পেট্রোল ও ডিজেলের দামে ৩০ শতাংশ ভ্যাট হ্রাস করা হল। এতে প্রতি লিটার পেট্রোলের দাম কমল ৮ টাকা।
খেলা
- ভুবনেশ্বরে জুনিয়র হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত ১-০ গোলে হারাল বেলজিয়ামকে। প্রসঙ্গত টোকিও অলিম্পিকের সেমিফাইনালে ভারতের সিনিয়র হকি দল বেলজিয়ামের কাছেই ২-৫ গোলে হার মেনে ছিল।
- আইএসএলে মুম্বই এফসি ৫-১ গোলে পরাস্ত করল এটিকে মোহনবাগানকে।
বিবিধ
- নভেম্বর মাসে দেশে জিএসটি সংগ্রহ হয়েছে ১.৩১ লক্ষ কোটি টাকা। জিএসটি চালুর পর এটিই সর্বোচ্চ আদায়।
- নভেম্বরে রপ্তানি ২৬.৪৯ শতাংশ ও আমদানি ৫৭.১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য ঘাটতি হয়েছে রেকর্ড ২৩২৭ কোটি ডলার।