কারেন্ট অ্যাফেয়ার্স ৩ ডিসেম্বর ২০২১

680
0
daily current affairs
Courtesy: Business Standard

আন্তর্জাতিক
  • শ্রীলঙ্কার একজন নাগরিককে পিটিয়ে হত্যা করে তাঁর দেহ পুড়িয়ে দিল পাকিস্তানের উন্মুক্ত জনতা। বছর চল্লিশের প্রিয়ন্থা কুমারা পাকিস্তানের শিয়ালকোটে ওয়াজিরাবাদ রোডে একটি কারখানার ম্যানেজার ছিলেন। তাঁর অপরাধ, কট্টরপন্থী ইসলামিক দল তেহরিক-এ-লব্বাইক পাকিস্তানের একটি পোস্টার ছিঁড়ে ফেলেছিলেন তিনি।
  • দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে বলে জানালেন চিকিৎসকরা। সেখানে শিশুদের মধ্যে সংক্রমণও উদ্বেগজনক। হু-এর শীর্ষ বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, ওমিক্রন স্ট্রেন বিটা বা ডেল্টা স্ট্রেনের থেকে ৩/৪ গুণ বেশি সংক্রামক।

 

জাতীয়
  • দেশে গত ৫ বছরে রেললাইনের রক্ষণাবেক্ষণ করতে গিয়ে ৪৫০ জন গ্যাংম্যান ও ট্র্যাক কর্মী প্রাণ হারিয়েছেন বলে সংসদে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
  • পশ্চিমবঙ্গকে বিশেষ অর্থ সহায়তার দাবি জানিয়ে লোকসভায় প্রাইভেট মেম্বার বিল আনলেন সাংসদ অধীররঞ্জন চৌধুরী।

 

খেলা
  • মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারত ৪ উইকেটে ২২১ রান করল। মায়াঙ্ক আগরওয়াল অপরাজিত শতরান (১২০) করলেন। এটি তাঁর দ্বিতীয় টেস্ট শতরান।
  • ভুবনেশ্বরের জুনিয়র বিশ্বকাপ হকিতে ভারত সেমিফাইনালে ২-৪ গোলে হার মানল জার্মানির কাছে।
  • ইপিএলে আর্সেনালের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে জোড়া গোল করলেন ক্রিশ্টিয়ানো রোনাল্ডো। নিজের ফুটবল জীবনে ৮০০ এর বেশি (৮০১টি) গোল হয়ে গেল তাঁর। গোল তালিকায় তাঁর সামনে কেবল জোসেফ বিকান।
  • আইএসএলে চেন্নাইয়িন এফসি-ইস্টবেঙ্গল ম্যাচ ড্র হল।
  • জাতীয় ফুটবলে বাংলার মেয়েরা ২০-০ গোলে হারালো তেলেঙ্গানাকে।

 

বিবিধ
  • আইএমএফ-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে বসছেন ভারতীয় অর্থনীতিবিদ গীতা গোপীনাথ। এই প্রথম কোনও ভারতীয় আইএমএফ-এর দ্বিতীয় সর্বোচ্চ পদে বসছেন। এতদিন তিনি ওই সংস্থার মুখ্য অর্থনীতিবিদ ছিলেন।