কারেন্ট অ্যাফেয়ার্স ৪ ডিসেম্বর ২০২১

642
0
daily current affairs

আন্তর্জাতিক
  • আমেরিকান এয়ারলাইনসের একটি বিমানে বার্বাডোজ থেকে ফ্লোরিডা পৌঁছনোর পর গ্রেপ্তার হলেন ক্যামেরন হাইন্ডস নামের একজন যাত্রী। কারণ বিমান যাত্রায় তাঁর পকেটে ৫টি ৩২ ক্যালিবার বুলেটসহ একটি আগ্নেয়াস্ত্র ছিল।
  • শ্রীলঙ্কার এক নাগরিককে পিটিয়ে হত্যার ঘটনায় ৮০০ জনকে গ্রেপ্তার করল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পুলিশ।

 

জাতীয়
  • শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হল বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় `জাওয়াদ’। এই নামটি সৌদি আরবের দেওয়া। শব্দটির অর্থ উদার।
  • বনগাঁ জিআরপি থানার অফিসার ইনচার্জ হলেন রূপসিনা পারভিন। পশ্চিমবঙ্গে এই প্রথম কোনও মহিলা জিআরপি থানার ওসি হলেন।

 

খেলা
  • টেস্ট ক্রিকেটের ১৪৪ বছরের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নিলেন নিউজিল্যান্ডের আজাদ প্যাটেল। ভারতীয় বংশোদ্ভূত বাঁ হাতি স্পিনারের দাপটে ভারতের ইনিংস ৩২৫ রানে শেষ হল। ৪৭.৫ ওভারে ১১৯ রান দিয়ে (১২টি মেডেল) ১০ উইকেট পেলেন তিনি। এরপর নিউজিল্যান্ডের ইনিংসও শেষ হয়ে ৬২ রানে। ভারতের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ বিনা উইকেটে ৬৯ রান।
  •  বালিতে ওয়ার্ল্ড ট্যুর ব্যাডমিন্টনের সেমিফাইনালে জাপানের আকেন ইয়ামাগুচিকে হারিয়ে ফাইনালে উঠলেন পিভি সিন্ধু।
  • ওমিক্রন সংক্রমণ বেড়ে গেছে দক্ষিণ আফ্রিকায়। এই অবস্থায় সেখানে জাতীয় ক্রিকেট দলের সফর এক সপ্তাহ পিছিয়ে দিল ভারত।

 

বিবিধ
  • ২০২১ সালের `চিপরিয়ান ফোরাম প্রাইজ ইন অপারেটর থিয়োরি’ নামক গণিত বিষয়ক পুরস্কারের জন্য ভারতীয় বংশোদ্ভূত নিখিল শ্রীবাস্তবকে মনোনীত করল আমেরিকান ম্যাথামেটিক্যাল সোসাইটি। তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ৬২ বছর ধরে অধরা ছিল এমন একটি গাণিতিক সমস্যার সমাধান করেছেন তিনি।