কারেন্ট অ্যাফেয়ার্স ৫ ডিসেম্বর ২০২১

schedule
2021-12-07 | 10:00h
update
2021-12-07 | 08:26h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের সেমেরু আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুপাতের ফলে ১৩ জনের মৃত্যু হল। অন্যত্র সরিয়ে দেওয়া হল ৯০২ জনকে। লাভার স্রোতে অসুস্থ হয়ে পডেছেন ৯৮ জন।
  • আফগানিস্তানে প্রাক্তন সেনা, পুলিশ ও গোয়েন্দাদের কোনো বিচার ছাড়াই হত্যা করছে তালিবান সরকার। এই ঘটনার তীব্র নিন্দা করল মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন।
  • গ্রিসের লেসবস দ্বীপের মাঙরোভু্নি শরণার্থী শিবির পরিদর্শন করলেন পোপ ফ্রানিস। ২০১৬ সালেও এই শিবির ঘুরে দেখেছিলেন তিনি। সেবার ৬টি শিশুসহ ১২ জন শরণার্থীকে নিজের সঙ্গে ইতালি নিয়ে গিয়েছিলেন তিনি।
Advertisement

 

জাতীয়
  • হঠাতই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হল নাগাল্যান্ডের মন জেলায়। মায়ানমার সীমান্ত সংলগ্ন এই জেলায় এনএসসিএন (কে) জঙ্গিদের দাপট রয়েছে। গোপনসূত্রে খবর পেয়ে জঙ্গি সন্দেহে একটি যাত্রীবাহী ভ্যানে অসম রাইফেলসের জওয়ানরা গুলিবর্ষণ করেন। কিন্তু সেখানে ছিলেন নাগা দিনমজুররা। পরে উত্তেজিত গ্রামবাসীর সঙ্গে গুলি বিনিময় হয় সেনার। সব মিলিয়ে ১৪ জন গ্রামবাসী ও ১ জন জওয়ান প্রাণ হারিয়েছেন।
  • দেশে ২১ জনের দেহে করোনার ওমিক্রন ও স্ট্রেনের সন্ধান মিলল।
  • দেশের প্রথম রাজ্য হিসেবে ১০০ শতাংশ টিকাকরণের কাজ সম্পূর্ণ করল হিমাচল প্রদেশ। সেখান ৫৩,৮৬,৩৯৩ জন টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন।

 

খেলা
  • মুম্বই টেস্টে ২৭৬/৭ রানে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করল ভারত। নিউজিল্যান্ডের বাঁ-হাতি স্পিনার আজাজ প্যাটেল কৃতিত্ব অর্জন করলেন ভারতের মাটিতে এক টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড (১৪)। তিনি ভাঙলেন ১৯৮০ সালের ইয়ান বোথামের ১৩ উইকেট নেওয়ার রেকর্ড। টেস্টে এ বছর ৫০ এর বেশি উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। যা এ বছর অন্য কেউ পারেননি।
  • সে ইয়ংয়ের কাছে হেরে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন ট্যুর ফাইনালে রুপোর পদক পেলেন ভারতের পি ভি সিন্ধু।

 

বিবিধ
  • বিহারে পকসো আদালতে একদিনে একটি মামলার নিষ্পত্তি হল। আরারিয়া জেলার মহিলা থানায় ২৩ জুলাই নথিবদ্ধ হয়েছিল একটি শিশুকে শারীরিক লাঞ্ছনার মামলা। ১৮ সেপ্টেম্বর পেশ হয় চার্জশিট। শুনানি শেষ হয় ১ দিনে। দোষী্কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.05.2024 - 00:07:47
Privacy-Data & cookie usage: