কারেন্ট অ্যাফেয়ার্স ৬ ডিসেম্বর ২০২১

740
0

আন্তর্জাতিক
  • সেনাশাসিত মায়ানমারে ক্ষমতাচ্যুত নেত্রী তথা নোবেল পুরস্কারজয়ী আং সান সুকিকে মাস্ক না পরার অভিযোগে ৪ বছরের কারাদণ্ড দিল একটি আাদালত। গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই তাঁকে কোনো অজ্ঞাতস্থানে নিয়ে গেছে সেনা কর্তৃপক্ষ। আদালতে বিচার চলার সময় সাধারণ মানুষ বা সাংবাদিক, বিদেশি প্রতিনিধিরাও প্রবেশের অনুমতি পাননি। তাঁর বিরুদ্ধে অন্তত ১১টি অভিযোগ এনেছে সেনা যা প্রমাণিত হলে ১০২ বছরের কারাদণ্ড হতে পারে। ৭৬ বছরের নেত্রীর মুক্তির দাবিতে ইয়াঙ্গনে সেনার রক্তচক্ষু উপেক্ষা করে পথে নেমেছে মানুষ।
  • মৈত্রী দিবস পালন করল বাংলাদেশ. ৫০ বছর আগের ১৯৭১ সালের প্রথম কোনো রাষ্ট্র হিসাবে ভারত বাংলাদেশকে পরাধীন স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে ভারত বাংলাদেশকে স্বাধীন স্বতন্ত্র দেশের স্বীকৃতি জানিয়েছিল।

 

জাতীয়
  • নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও রাজ্য থেকে আফস্ফা প্রত্যাহারের দাবি জানালেন। সেনার গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় সেনার ২১ নম্বর প্যারা স্পেশাল ফোর্সের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে এফআইআর করল নাগাল্যান্ড পুলিশ। জাতীয় মানবাধিকার কমিশন ঘটনার রিপোর্ট চেয়ে পাঠাল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের থেকে। তদন্তের নির্দেশ দিয়েছে সেনাবাহিনীকে।
  • ভারত সফরে এলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।তাঁর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদেশের মধ্যে দশ বছরের সামরিক উপকরণ প্রযুক্তি আদানপ্রদানের চুক্তি স্বাক্ষরিত হল।

 

খেলা
  • ৫৪০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে নিউজিল্যান্ডে দ্বিতীয় ইনিংস শেষ হল ১৬৭ রানে। ফলে মুম্বইয়ের ওয়াংখেডেতে ৩৭২ রানে জয়ী হল ভারত। ২ টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ও রাহুল দ্রাবিড় প্রশিক্ষণাধীন দল। ম্যাচের ও সিরিজের সেরা বিবেচিত হলেন যথাক্রমে মায়াঙ্ক আগরওয়াল ও রবিচন্দ্রন অশ্বিন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তথা ঘরের মাঠে এটাই ভারতের বৃহত্তম জয়। ঘরের মাঠে পর পর ১৪টি সিরিজ জিতল ভারত। ঘরের মাঠে ৩০০ টেস্ট উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন অশ্বিন।

 

বিবিধ
  • সংসদ টিভি-এর `টু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানের সঞ্চালনা করতেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সংসদের শীতকালীন অধিবেশন থেকে ১২ জন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে এই অনুষ্ঠান থেকে সরে দাঁড়ালেন তিনি।