কারেন্ট অ্যাফেয়ার্স ৭ ডিসেম্বর ২০২১

633
0
daily current affairs
Courtesy: The Indian Express

আন্তর্জাতিক
  • ভিডিয়ো কনফারেন্সে দীর্ঘ দু’ঘণ্টা ধরে কনফারেন্স করলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, রুশ প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন। বাইডেন হোয়াইট হাউস ও পুতিন সোচির বাসভবন থেকে বৈঠকে অংশ নিলেন।
  • দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলনকারী প্রবীণ নেতা এব্রাহিম ইসমাইল এব্রাহিম(৮১) প্রয়াত হলেন। ভারতীয় বংশোদ্ভূত তিনি। ডারবানে তাঁর জন্ম হয় ১৯৩৭ সালের ১ জুলাই। বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র দলে তিনি যোগ দিয়েছিলেন। কুখ্যাত রবেন আইল্যান্ডে প্রথম দফায় ১৫ বছর ও দ্বিতীয় দফায় ৫ বছর জেলে ছিলেন তিনি। সেখানে তাঁর সঙ্গী ছিলেন নেলসন ম্যান্ডেলা ও জেকব জুমা। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় পালা বদলের পর মন্ত্রী হয়েছিলেন তিনি।

 

জাতীয়
  • `প্যানাক্স ২১’ শীর্ষ সম্মেলনে অংশ নিলেন বিমস্টেকভুক্ত (ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা , মায়ানমার, থাইল্যান্ড) দেশগুলির সেনাকর্তারা। ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সেখানে জৈব অস্ত্র থেকে সাবধান হওয়ার কথা বললেন।
  • নাগাল্যান্ডে জঙ্গি সন্দেহে ১৪ জন নিরীহ গ্রামবাসীকে হত্যার ঘটনায় কোর্ট অব এনকোয়ারির নির্দেশ দিল ভারতীয় সেনা। মেজর জেনারেল পর্যায়ে এই তদন্ত চালানো হবে। গ্রামবাসীদের হত্যার ঘটনায় এদিন স্থগিত রাখা হয় হর্নবিল উতসব। ঘটনার বদলা নেওয়ার হুমকি দিল জঙ্গি সংগঠন নাগা আর্মি।

 

খেলা
  • আইএসএল-এর পয়েন্ট তালিকায় সকলের নীচে নেমে গেল ইস্টবেঙ্গল।এদিন তারা এফসি গোয়ার কাছে ৪-৩ গোলে হেরে গেল। ইডেনে ত্রিদেশীয় অনূর্ধ্ব উনিশ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বাংলাদেশ. এদিন ফাইনালে তারা ১৮১ রানে পরাস্ত করল ভারতকে।

 

বিবিধ
  • ফেসবুকের কর্তৃপক্ষ মেটা প্লাটফর্মের বিরুদ্ধে ১৫ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করল রোহিঙ্গাদের কয়েকটি সংগঠন। ২০১৭ সালে মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার ঘটনা ঘটেছিল। সেখানে প্রত্যক্ষ ভূমিকা ছিল সেনার । তখন রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষমূলক বিভিন্ন পোস্ট ভাইরাল হয়েছিল ফেসবুকে। অভিযোগ জানালেও তা সরানো হয়নি। রাষ্ট্রসংঘের তদন্ত রিপোর্টেও উল্লেখ করা হয়েছিল সেই তথ্য।