কারেন্ট অ্যাফেয়ার্স ৯ ডিসেম্বর ২০২১

470
0
daily current affairs

আন্তর্জাতিক
  • বাংলাদেশের রাজশাহিতে ২০১৩ সালের ২৮ অগস্ট ছাত্র লিগের পিতা শাহিন আলমকে পিটিয়ে হত্যার ঘটনায় ৯ জনকে মৃত্যুদণ্ড দিল ঢাকার মহানগর দায়রা আদালত। ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল। মাত্র একদিন আগেই এক ছাত্র খুনের ঘটনায় ২০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ঢাকার ফাস্ট ট্র্যাক কোর্ট।
  • কন্যা সন্তানের জন্ম দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের স্ত্রী ক্যারি। বরিস ও ক্যারির এটি দ্বিতীয় সন্তান। সব মিলিয়ে সপ্তম সন্তানের জনক হলেন বরিস।

 

জাতীয়
  • তামিলনাড়ুর সুলুর বায়ুসেনা ঘাঁটি থেকে ওড়ার পর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ ১৪ জনকে নিয়ে হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় সেনাবাহিনীর তিন শাখার তদন্তকারী দল তাদের তদন্ত শুরু করল। দুর্ঘটনাস্থল থেকে কপ্টারের ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে।
  • দিল্লি হরিয়ানা সীমান্তের সিংঘুতে কৃষকদের লাগাতার অবস্থানের এদিন ছিল ৩৭৮ দিন। কেন্দ্রীয় সরকার তিন কৃষি আইন প্রত্যাহার করায় এবং ৬টি দাবির মধ্যে ৫টি মেনে নেওয়ায় এই দীর্ঘ আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করল সংযুক্ত কিষাণ মোর্চা।
  • ৩ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন সমাজকর্মী ও আইনজীবী সুধা ভরদ্বাজ। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পুনেতে এলগার পরিষদের সভায় উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ভীমা কোরেগাঁও মামলায় তিনিই প্রথম অভিযুক্ত যিনি জামিন পেলেন।

 

খেলা
  • একজন খেলোয়াডের কোভিড ধরা পড়ায় এশীয় চ্যাম্পিয়ন ট্রফি থেকে সরে দাঁডাতে বাধ্য হল ভারতীয় হকি দল।
  • মেয়েদের চ্যালেঞ্জার ট্রফিতে চ্যাম্পিয়ন হল ভারত `এ’। রানার্স হল `ডি’ দল।
  • অ্যাসেজ সিরিজে তৃতীয় দ্রুততম শতরান (৮৫ বলে) করলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড (অপরাজিত ১১২)।
  • ২০০০-০১ মরসুমের পর এই প্রথম চ্যাম্পিয়ন লিগের নকআউট পর্বে উঠতে ব্যর্থ হল বার্সেলোনা।

 

বিবিধ
  • কেন-বেতোয়া নদী সংযুক্তকরণে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তিস্তা-গঙ্গা, মালঞ্চ-সঙ্কোশ- সুবর্ণরেখা–মহানদী- গঙ্গা-ইচ্ছামতী সংযুক্তকরণের খসড়া রিপোর্ট প্রস্তুত বলে জানা গেছে।