আন্তর্জাতিক
- উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা যাবে বলে রায় দিল ব্রিটেনের হাইকোর্ট। এ বিষয়ে নিম্ন আদালতের রায় খারিচ করে দিল উচ্চতর আদালত।
- প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে পেনসিলভ্যানিয়া স্টেট ইউনিভিার্সিটির প্রথম মহিলা প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন অধ্যাপিকা নেলি বেন্দাপুদি।
- তিনটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দ্বারা নির্মিত গ্লোবাল হেলথ সিকিউরিটি ইনডেক্স প্রকাশিত হল। এই তালিকা অনুযায়ী প্রথম তিনটি স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড। ভারতের ক্রম ৬৬। ১৯৫টি দেশ নিয়ে সমীক্ষা চালানো হয়েছিল।
জাতীয়
- দিল্লি ক্যান্টনমেন্টের ব্রাক স্কোয়ার শ্মশানে ১৭ বার তোপধ্বনির মধ্য দিয়ে পূর্ণ সামরিক মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল দেশের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়ত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের। উপস্থিত ছিলেন তাঁদের দুই কন্যা কৃতিকা ও তারিণী। একই শ্মশানে পূর্ণ সামরিক মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল ব্রিগেডিয়ার লখিন্দর সিং লিড্ডরের। উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী গীতিকা ও কিশোরী কন্যা আশনা।
খেলা
- উজবেকিস্তানের তাসখন্দে বিশ্ব ভারোত্তন চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত তিনটি পদক জিতেছে ভারত। ৫৫ কেজি বিভাগে সোনা জিতলেন ভারতের এস বিদ্যারানি দেবী। ছেলেদের ৬৭ কেজি বিভাগে সোনা জিতলেন জেরেমি লালরিননুঙ্গা। ৬১ কেজি বিভাগে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন গুরু রাজা। অ্যাসেজ সিরিজে ইংল্যান্ড ২ উইকেটে ২২২ রান করল। প্রথম ইনিংসে তারা ৪২৫ রান করেছিল। এদিন শতরান (অপরাজিত ১৫৮) করলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। চলতি ক্যালেন্ডার বছরে তাঁর রান হয়েছে ১৫৪১ যা ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।
বিবিধ
- প্রতি ডলারের নিরিখে টাকার দাম নেমে গেল বিগত ১৬ মাসের মধ্যে সবচেয়ে নীচে। এদিন তা কমে হয়েছে ৭৫.৭৮ টাকা প্রতি ডলারের সাপেক্ষে।