আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে মৃত্যু হল আরও একজন কৃষ্ণাঙ্গ যুবকের। এক বছর আগে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের এইভাবে মৃত্যুর ঘটনায় শুরু হয়েছিল `ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন। এবারও ঘটনার স্থল সেই মিনিয়াপোলিস শহর। সামান্য ট্রাফিক আইন ভঙ্গের কারণে গুলি করে হত্যা করা হল ডন্টে রাইট নামের বছর বিশের এক যুবককে। এরপর ব্রুকলিন সেন্টারে পুলিশের সদর দপ্তর ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। পুলিশের ভ্যানে ভাংচুর চলে। স্লেগান ওঠে `আমরা বিচার চাই, নাহলে ওরা শাস্তি পাবে না।’ বিক্ষোভকারীদের হঠাতে পুলিস কাঁদানে গ্যাস, গ্রেনেড ছোডে। শহরে কারফিউ জারি করা হয়েছে।
- ইরানের নাটানজ শহরে পরমাণু কেন্দ্রের ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্ট-এ বিস্ফোরণের জেরে কেন্দ্রটির ব্যাপক ক্ষয়ক্ষতি হল। ইরান এই ঘটনাকে `পারমাণবিক নাশকতা’ দাবি করে সরাসরি ইজরায়েলের গোয়েন্দা সংস্থা `মোসাদ’-এর দিকে অভিযোগের আঙুল তুলল।
জাতীয়
- করোনা প্রতিরোধে রাশিয়ার তৈরি স্ফুটনিক-ভি টিকাকে ছাড়পত্র দিল ভারত। মস্কোর গ্যামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিয়োলজি অ্যান্ড মাইক্রো বায়োলজি সংস্থার তৈরি প্রতিষেধকটি এর আগে ৫০টির বেশি দেশে ছাড়পত্র পেয়েছে। ভারতে রেড্ডিজ ল্যাবরেটরি তা উৎপাদন করবে। এদিন প্রতিষেধক সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি স্ফুটনিক ভি-কে ছাড়পত্র দিল। ভারতে এই নিয়ে করোনা ভাইরাস ঠেকাতে তৃতীয় কোনো টিকা (কোভিশিল্ড, কোভ্যাকসিনের পর) এই অনুমোদন পেল। এদিকে দেশে সংক্রমণ বিপজ্জনক মাত্রায় ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১,৬৮,৯১২ জন সংক্রমিত হয়েছেন। সুপ্রিম কোর্টের ৪৪ জন সংক্রমিত হওয়ায় ফের ভিডিও কনফারেন্স ব্যবস্থা চালু করল সর্বোচ্চ আদালত। ২ ঘণ্টার কম বিমান যাত্রায় খাবার দেওয়া নিষিদ্ধ করল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। করোনার নতুন প্রজাতি বেশি সংক্রামক বলে সতর্ক করলেন এইমসের অধিকর্তা রণদীপ গুলেরিয়া।
- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা টিএমসি দলের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হল।
বিবিধ
- ধস নামল ভারতের শেয়ার বাজারে। শেয়ার সূচক সেনসেক্স ১৭০৮ অঙ্ক ও নিফটি ৫২৪ অঙ্ক পড়ল। লগ্নিকারীদের ক্ষতি হল ৮.৭৭ লক্ষ কোটি টাকার। ডলারের সাপেক্ষে টাকার দামও তলানিতে। গত ৬ দিনে ১৯৩ পয়সা কমেছে ডলারের সাপেক্ষে টাকার দাম।
- জাতীয় পরিসংখ্যান দপ্তরের তথ্য, গত মার্চ মাসে দেশে খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৫.৫২ শতাংশ। গত ফেব্রুয়ারিতে তা ছিল ৫.০৩ শতাংশ। গত ফেব্রুয়ারি মাসে দেশের শিল্পোৎপাদন ৩.৬ শতাংশ হারে সংকুচিত হয়েছে বলেও জানানো হয়েছে। অন্যদিকে গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়াম-এর তথ্য, ২০১৯-২০ অর্থবর্ষের তুলনায় ২০২০-২১ সালে গাড়ি বিক্রি ১৩.৬ শতাংশ কমেছে।
খেলা
- অগাস্টা মাস্টার্স গলফ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন জাপানের হিদেকি মাতসুয়ামা। এই প্রথম কোনো এশীয় ক্রীড়াবিদ এই ট্রফি জিতলেন।
- এফআইএইচ প্রো হকি লিগের দ্বিতীয় ম্যাচে ভারত ৩-০ গোলে পরাস্ত করল আর্জেন্টিনাকে।