কারেন্ট অ্যাফেয়ার্স ১১ ডিসেম্বর ২০২১

498
0
daily current affairs
Courtesy: News 18

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ৫টি প্রদেশে তাণ্ডব চালাল বিধ্বংসী টর্নেডো। কেন্টাকি, আরাকানকাস, ইলিনয়, মিসোরি এবং টেনেসি প্রদেশের প্রায় ২০০ বর্গ মাইল এলাকায় এই ঘূর্ণি ঝড় এর কারণে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে।
  • ৬ জন যাত্রী নিয়ে টেক্সাসের `লঞ্চ লাইট ওয়ান’ থেকে মহাকাশে উড়লল ব্লু অরিজিন নিউ শেফার্ড রকেট। তাঁর মধ্যে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশচারী অ্যালান শেফার্ডের কন্যা লরা শেফার্ড চার্লিও।
  • দু’বছর পূর্ণ করল অতিমারি করোনা ভাইরাস। ২ বছরে ৫২ লক্ষ মানুষের প্রাণ নিয়েছে এই ভাইরাস।

 

জাতীয়
  • উত্তরপ্রদেশের বলরামপুরে সরযূ ক্যা্নেল প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • পোখরানে পিনাক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উতক্ষেপণ সফল হল। ৩দিনে ২৪টি রকেট উতক্ষেপণ করা হল।
  • দিয়েগো মারাদেনার ব্যবহার করা ঘড়ি চুরির অভিযোগে অসমের শিবসাগর থেকে ওয়াজিদ হুসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল অসম পুলিশ। ২০১০ সালে দুবাইয়ের মারাদনার আবাসন থেকে ওই ঘড়ি সহ একটি বাক্স ওয়াজিদ হাতসাফাই করেছিলেন বলে অভিযোগ। মারাদোনার নামেই হুবলো সংস্থা ২৫০টি বিগব্যাঙ ঘড়ি তৈরি করেছিল। তার একটি কিছুদিন ব্যবহারও করেছেন মারাদোনা। দুবাই সংগ্রহশালায় সেটি রাখার কথা ছিল।

 

খেলা
  • অ্যাসেজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। নিজের ১০১ তম ম্যাচে ৪০০ তম টেস্ট উইকেটের মালিক হলেন নাথন লায়ন।
  • দাবায় পঞ্চমবার বিশ্বচ্যাম্পিয়ন হলেন ম্যাগনাস কার্লসেন।
  • আইএসএলে মোহনবাগান – চেন্নাইয়িন ম্যাচ ড্র হল।

 

বিবিধ
  • ধর্ম পরিবর্তন করলেন মালয়ালম চলচ্চিত্র পরিচালক আলি আকবর। সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের মৃত্যুর ঘটনায় কিছু মানুষের উল্লাস দেখে ব্যথিত হয়েই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন বলে জানিয়েছেন আলি আকবর।