কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ ডিসেম্বর ২০২১

schedule
2021-12-14 | 14:00h
update
2021-12-14 | 10:19h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Navbharat Times

আন্তর্জাতিক
  • বিশ্বজুড়ে যখন করোনা ভাইরাসের ওমিক্রন স্ট্রেন নিয়ে দুশ্চিন্তা বাড়ছে তখন ওমিক্রনে প্রথম প্রাণহানির ঘটনা জানাল ব্রিটেন। বর্তমানে ব্রিটেনের করোনা সংক্রমিতদের ৪০ শতাংশই ওমিক্রন সংক্রমিত। ২৭ নভেম্বর প্রথম ওমিক্রন সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছিল ব্রিটেনে। বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৭ কোটি ৬ লক্ষ। প্রাণহানি হয়েছে ৫৩ লক্ষ জনের।
  • মধ্য টোকিয়োর সরকারি বাসভবনে নৈশযাপন করে একটি কীর্তি স্থাপন করলেন জাপানের নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা। ভূ্তের ভয় ত্যাগ করে তিনি থাকলেন ওই গৃহে। ১৯৩৬ সালের সেনা অভ্যুত্থানে বেশ কয়েকজন সেনা আধিকারিক ও একজন মন্ত্রীকে হত্যা করা হয়েছিল ওখানে। গত ৯ বছর জনশূন্য ছিল প্রধানমন্ত্রীর বাসভবন।
Advertisement

 

জাতীয়
  • কাশী বিশ্বনাথ করিডর প্রকল্পের উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮০০ কোটি টাকার প্রকল্পের প্রথম দফায় ৩৯৯ কোটি টাকা ব্যয়ে ৫ লক্ষ বর্গফুট অঞ্চলে ৪০টি প্রাচীন মন্দিরের মূল অবয়ব অক্ষুণ্ণ রেখে সংস্কার করা হয়েছে।
  • সুপ্রিম কোর্টে গুজরাট সরকার জানিয়েছে তারা করোনায় প্রাণহানির জেরে ১৯,৯৬৪ জনের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে. আরও ৩৪৬৭৮টি আবেদনপত্র জমা পডেড়ছে। যদিও সরকারি তথ্য অনুযায়ী ওই রাজ্যে করোনায় প্রাণহানির সংখ্যা ১০,০৯৮ জন। এই তথ্য বিভ্রাটে বিতর্ক তৈরি হয়েছে। প্রসঙ্গত, দেশে  করোনা ভাইরাসে মোট ৪ লক্ষ ৭৫ হাজার জনের প্রাণহানি হয়েছে।

 

খেলা
  • কমনওয়েলথ ভারোত্তন চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের অজয় সিং। নতুন জাতীয় রেকর্ডও সৃষ্টি করেছেন তিনি (১৪৭ কোটি স্ন্যাচ)।
  • আইসিসি-রে নভেম্বর মাসের শ্রেষ্ঠ পুরুষ ও মহিলা ক্রিকেটার মনোনীত হলেন যথাক্রমে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ইংল্যান্ডের হেলি ম্যাথেউস।

 

বিবিধ
  • ২০২১ সালের `পার্সন অভ দ্য ইয়ার পুরস্কার প্রাপক হিসেবে স্পেস এক্স ও টেসলা কর্ণধার এলেন মাস্ককে নির্বাচন করল টাইম ম্যাগাজিন।
  • ইজরায়েলের এলাটে আয়োজিত মিস ইউনিভার্স স্যেন্দর্য প্রতিযোগিতার খেতাব জিতলেন ভারতের হরনাজ সিন্দু । ২১ বছরের হরনাজ চণ্ডীগডেড়র মেয়ে। সুস্মিতা সেন, লারাদত্তের পর ফের কোনো ভারতীয় মিস ইউনিভার্স হলেন। হরনাজ এর আগে মিস চণ্ডীগড়, মিস ভিভা খেতাব খেতাব জিতেছেন।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2024 - 18:24:54
Privacy-Data & cookie usage: