কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ ডিসেম্বর ২০২১

schedule
2021-12-17 | 06:11h
update
2021-12-17 | 06:11h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Forbes

আন্তর্জাতিক
  • উতসাহ, উদ্দীপনার মধ্যে দিয়ে বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী পালন করল বাংলাদেশ। ঢাকায় বর্ণাঢ্য কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর স্মৃতিচারণে উদ্ধৃত হল ৫০ বছর আগে বঙ্গবন্ধুর বজ্রকুন্ঠের বক্তৃতায় তরুণ বয়সের রাষ্ট্রপতি উদ্বুদ্ধ হওয়ার কাহিনি। মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ সাভারে জাতীয় শহিদ মিনারে স্রদ্ধা অর্পণ করেন।
  • উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের শাসনের প্রথম ৫ বছরে অন্তত ৬৮৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার মধ্যে ৭ জনকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে প্রতিবেশী দেশের জনপ্রিয় `কে পপ’ গান শোনার অভিযোগে। একটি আন্তর্জাতিক মানবাধিকার রক্ষাকারী সংগঠনের রিপোর্টে এই তথ্য জানা গেছে।
Advertisement

 

জাতীয়
  • মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার প্রস্তাব পাশ হল কেন্দ্রীয় মন্ত্রিসভায়। এরপর বিল আকারে তা পেশ হবে সংসদে।
  • রাজনীতিকে বিদায় জানালেন মেট্রো ম্যান ই শ্রীধরন।
  • চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান পদে বসলেন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভালে।
  • কেএলও জঙ্গি সংগঠনকে শান্তি আলোচনায় অংশ নিতে আহ্বান জানিয়েছিলেন অসমেপ মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তাতে সাড়া দিলেন কেএলও প্রধান জীবন সিং।

 

খেলা
  • আইএসএলে বেঙ্গালুরু এসফসি-এটিকে মোহনবাগান ম্যাত ৩-৩ গোলে ড্র হল।
  • অ্যাডিলেডে অ্যামেজ সিরিজে দিন-রাতের টেস্টে মুখোমুখি হল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। সাড়ে ৩ বছর পর অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে মাঠে নামলেন স্টিভ স্মিথ। ২ উইকেটে ২২১ রান করল অস্ট্রেলিয়া।
  • কমনওয়েলথ ভারোত্তোলনে মহিলাদের ৮৭ কেজি বিভাগে সোনা জিতলেন ভারতের পূর্ণিমা পাণ্ডে। এদিন ৮টি জাতীয় রেকর্ড করলেন তিনি।

 

বিবিধ
  • দেশে সেনাবাহিনীর ৩টি শাখায় এদিনের হিসেবে ১,২২,৫৫৫টি পদ খালি রয়েছে বলে সংসদে জানালেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট।

 

১৫ ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.04.2024 - 04:39:51
Privacy-Data & cookie usage: