কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ ডিসেম্বর ২০২১

573
0
daily current affairs
Courtesy: Times of India

আন্তর্জাতিক
  • ব্রিটেনে একদিনে করোনা ভাইরাসে সংক্রমিত হলেন ৮৮৩৭৬ জন। করোনা সংক্রমনের শুরু থেকে এখনও পর্যন্ত এরমধ্যে এই সংখ্যা সবথেকে বেশি। উৎসবের মরসুমে দৈনিক সর্বোচ্চ সংক্রমণে চিন্তায় বরিস প্রশাসন।
  • ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও তাঁর স্ত্রী ক্যারি তাদের সদ্যোজাত মেয়ের নাম রাখলেন রোমি আইরিশ শার্লট জনসন।
  • ঢাকার রমনা কালী বাড়ির নতুন মন্দির উদ্বোধন করলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রায় পাঁচশো বছর আগে গাড়োয়ালের যোগী মঠ থেকে বাঙালি সাধু গোপাল গিরি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৭১ সালের ২৭ মার্চ মন্দিরটি গুঁড়িয়ে দিয়েছিল পাকিস্তান সেনা। পুরোহিত ও স্থানীয় শতাধিক মানুষকে হত্যা করা হয়েছিল সেদিন। ভারত সরকারের সাত কোটি টাকা অনুদানে মন্দিরের ভাঙা অংশ পুনর্গঠন করা হয়েছে।
জাতীয়
  • পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন বাঙালি আইপিএস অফিসার সিদ্ধার্থ চট্টোপাধ্যায়।
  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান  ‘ গাদাগ পিন পি খোরলো’ দেওয়ার সিদ্ধান্ত জানালেন ভুটানের রাজা জিগমে ওয়াংচুক।
  • ‘ তামিল থাই ভাজথু’ গানটিকে তামিলনাড়ুর নতুন রাজ্য সংগীতের মর্যাদা দেওয়া হয়েছে বলে জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
খেলা
  • এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির হকি ম্যাচে ভারত ৩–১ গোলে পরাস্ত করল পাকিস্তানকে।
  • সাফ অনূর্ধ্ব ১৯ মহিলা ফুটবলে বাংলাদেশের কাছে শূন্য এক গোলে হারল ভারত। আগে শ্রীলংকা, ভুটানকে হারিয়েছিল ভারত।
  • অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে গোলাপি বলে টেস্ট শতরান (১০৩) করলেন অস্ট্রেলিয়ার মারনাস লাবুসানে।
বিবিধ
  • অস্ট্রেলিয়ার একটি খনির ২০০ ফুট গভীরে খোঁজ পাওয়া গেল সবথেকে বেশি পা বিশিষ্ট জীবের। ১৩০৬ টি পা থাকা জিপটি ৯৫ মিলিমিটার লম্বা। জীবনের নাম রাখা হয়েছ ইউমিলিপোস পার্সেফনি।